নয়া দিল্লি : সম্প্রতি ঘটে যাওয়া দেশে ৫জি নিলামে (5G Auction) মোট ৪৩,০৮৪ কোটি টাকায় ১৯,৮৬৭.৮ MHz স্পেকট্রাম অধিগ্রহণ করেছে ভারতী এয়ারটেল (Bharti Airtel)। এর মধ্যে ২৬ GHz ও ৩.৫ GHz ব্যান্ডের প্যান-ইন্ডিয়া পরিষেবা রয়েছে । পাশাপাশি মিড ব্যান্ড স্পেকট্রামকে শক্তিশালী করা হচ্ছে (৯০০ MHz, ১৮০০ MHz এবং ২১০০ MHz)। ২০ বছরের জন্য ৫জি স্পেকট্রামের স্বত্ত্ব নিয়েছে এয়ারটেল ।
সাম্প্রতিক এই অধিগ্রহণের অর্থ হল, এয়ারটেলের এখন দেশে সবচেয়ে বেশি এলাকাজুড়ে পরিষেবা দেওয়া মোবাইল ব্রডব্যান্ড। কাজেই, এই বিষয়টি তাদের ভারতে ৫জি বিপ্লব আনতে সাহায্য করবে। বছরের পর বছর ধরে, স্পেকট্রাম অধিগ্রহণের ক্ষেত্রে কোম্পানি একাধিক কৌশল গ্রহণ করেছে। ফলে, এয়ারটেল আজ মিড এবং লো ব্যান্ড স্পেকট্রামের বৃহত্তম পুল হয়ে উঠেছে। যা এই সংস্থাকে বাণিজ্যিকভাবে সেরা ৫জি পরিষেবা দিতে সাহায্য করবে। এয়ারটেল জানিয়েছে, ২০২২ সালের অগাস্টে শুরু হবে ৫জি পরিষেবা এবং বিশ্বের সেরা প্রযুক্তির সাথে কাজ করবে তারা। যাতে গ্রাহকদের কাছে ৫জির সম্পূর্ণ সুবিধা পৌঁছে দেওয়া যায়।
এছাড়া, ৩.৫ GHz এবং ২৬ GHz ব্যান্ডের বিশাল ক্ষমতা টেলিকম প্রদানকারীকে সংস্থাকে কম খরচে ১০০ X ক্ষমতা তৈরি করতে সাহায্য করবে।
অধিগ্রহণের বিষয়ে কথা বলতে গিয়ে Bharti Airtel-এর এমডি ও সিইও গোপাল ভিত্তল বলেছেন, এয়ারটেল ৫জি নিলামের ফলাফল নিয়ে আনন্দিত। সর্বশেষ নিলামে এই স্পেকট্রাম অধিগ্রহণের লক্ষ্য ছিল, তুলনামূলকভাবে কম খরচে সেরা স্পেকট্রাম সম্পদ কেনা। এটি আমাদের উদ্ভাবনের উপর বাধা কাটাতে এবং প্রত্যেক বিচক্ষণ গ্রাহক যারা ভারতে ৫জি পরিষেবায় সেরা অভিজ্ঞতা চায় তাদের চাহিদা মেটাতে সাহায্য করবে। আমরা আত্মবিশ্বাসী যে, আমরা তা করে দেখাব। কভারেজ, গতির ক্ষেত্রে ভারতে সেরা ৫জি পরিষেবা দিতে সক্ষম হব।
Airtel এখন দেশের বিভিন্ন অংশে ৫জি পরিষেবা চালু করার পরিকল্পনা করছে। কিছু গুরুত্বপূর্ণ শহর থেকে তা শুরু করা হবে। এই মর্মে স্যামসাং, নোকিয়া এবং এরিকসনের সাথে চুক্তিবদ্ধ হয়েছে তারা। ভারত জুড়ে ৫জি পরিষেবা ছড়িয়ে দেওয়াই তাদের লক্ষ্য। চলতি মাস থেকেই যা শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। এদিকে ৫জি-সক্ষম ডিভাইস বাজারে পাওয়া যাচ্ছে কম খরচে। তাই, গ্রাহকরা যে দ্রুত ৫জি প্রযুক্তি গ্রহণ করবে তা বলাইবাহুল্য। প্রসঙ্গত, মানুষ এখন যেভাবে কাজ করছে তার ঘরানাও পুরো পাল্টা দেবে ৫জি পরিষেবা।
সম্প্রতি ব্যবহারে যেসব তথ্য উঠে এসেছে তার পরিপ্রেক্ষিতে ৫জি পরিষেবার বাণিজ্যিকীকরণ নিয়ে উৎসাহ রয়েছে। এইসব ক্ষেত্রে অন্যতম পুরোধা এয়ারটেল। অর্থাৎ, গত কয়েক বছরে ৫জি-র ক্ষেত্রে নিজেদের দাপট প্রতিষ্ঠায় এয়ারটেল অনেকটাই এগিয়ে। ২০১৮ সালে তারাই প্রথম ভারতে ৫জি পরিষেবা পরীক্ষা করেছিল। তারপর থেকে, কোম্পানি ৫জি চালু করার জন্য অন্যান্য বিভিন্ন ট্রায়ালের আয়োজন করেছে। গত বছর, এয়ারটেল দিল্লির উপকণ্ঠে দেশের প্রথম গ্রামীণ ৫জি ট্রায়াল শুরু করে এবং ৭০০ MHz ব্যান্ডে ৫জি পরীক্ষা করা প্রথম টেলিকম সংস্থা।
অতি সম্প্রতি, এয়ারটেল BOSCH সুযোগ সুবিধায় ভারতের প্রথম ব্যক্তিগত ৫জি নেটওয়ার্ক চালু করে এবং অ্যাপোলো হাসপাতালের সাথে গাঁটছড়া বাঁধে দেশের প্রথম ৫জি সংযুক্ত অ্যাম্বুলেন্স চালু করার জন্য। এয়ারটেল ৫জি দ্বারা চালিত অনলাইন গেমিংয়ের এক ঝলকও দেখিয়েছে সংস্থা। এই বছরের শুরুতে এয়ারটেল একটি বিশেষ ৫জি ইভেন্ট আয়োজন করেছিল কপিল দেবের ওপর। যা আইকনিক ক্রিকেটারের হলোগ্রামে দেশের প্রথম 5G-চালিত লাইভ।