জীবনের প্রথম দিক থেকেই সঞ্চয় শুরু করা লাভজনক। এতে সঞ্চয়কারী অনেক বেশি সময় পর্যন্ত বিনিয়োগ চালাতে পারেন ও তার ফলে সর্বাধিক যৌগিক সুদ লাভ করা সম্ভব হয়। অবশ্য কোন মাধ্যমে ও কোন বিনিয়োগ প্রকল্পে টাকা রাখা সবচেয়ে লাভজনক হবে- তা বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত ঝুঁকির উপরে ভিত্তি করে বিকল্পগুলি বিভিন্ন হতে পারে এবং তুলনায় নিরাপদ বিকল্প বেছে নিলে রিটার্ন বেশি পাওয়ার সম্ভাবনাও বৃদ্ধি পায়। তদুপরি, এটি বিনিয়োগকারীদের জরুরি প্রয়োজনেও কাজে আসে। এ ক্ষেত্রে fixed deposit (স্থায়ী আমানত) অন্য অনেক বিনিয়োগ মাধ্যমের তুলনায় সর্বোত্তম বিকল্প। স্থায়ী আমানতে টাকা রাখলে বিনিয়োগকারীরা বাজারের ওঠানামার ঝুঁকি থেকে মুক্ত থাকেন ও রিটার্নও স্থিতিশীল হয়। যদি কেউ বাজাজ ফিনান্স ফিক্সড ডিপোজ়িট বেছে নেন, তিনি 7.05% পর্যন্ত আকর্ষণীয় সুদের হারের সুবিধা পান।
বাজাজ ফিনান্স FD তে দ্রুত বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা কী ভাবে লাভবান হতে পারেন- তা জানতে পড়তে থাকুন
FD-তে উচ্চ সুদের হারের ফলে অধিক রিটার্ন উপভোগ করুন
বাজাজ ফিনান্স FD-র সেরা বৈশিষ্ট্য হল বিনিয়োগকারীরা সবচেয়ে স্বল্পকালীন ও মাঝারি মেয়াদের জন্য বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। উচ্চ সুদের হারের সৌজন্যে বিনিয়োগকারীরা অনেক বেশি রিটার্ন পান যার ফলে তাঁদের লক্ষ্য দ্রুত পূরণ হয়। এ ছাড়া বিনিয়োগ করা অর্থের পরিমাণ নির্বিশেষে বিনিয়োগকারীদের বিভিন্ন মেয়াদের FD-তে বেশি হারে সুদ দেয় বাজাজ ফিনান্স। এ ক্ষেত্রে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ মাত্র 25,000 টাকা এবং বিনিয়োগকারী রিটার্নের সঙ্গে কোনওরকম আপোস না করেই মাত্র ১২ মাসের মেয়াদও বেছে নিতে পারেন।
60 বছরের অনুর্ধ বিনিয়োগকারীরা তিন বছরের মেয়াদে 6.80% পর্যন্ত সুদ পেতে পারেন। প্রবীণ নাগরিকরা ক্রমবর্ধমান হারে টাকা প্রদানের বিকল্প-সহ তিন বছরের মেয়াদে বিনিয়োগের উপরে 7.05% পর্যন্ত সুদ পেতে পারেন। যার অর্থ আপনার বিনিয়োগ বেশি সময়ের জন্য রাখলে রিটার্নও বেশি পাবেন। যৌগিক সুদের হারের দৌলতে নিরাপদে, মোটা টাকার তহবিল তৈরি করে ফেলার সুযোগ মেলে।
নীচের টেবিলে চোখ বোলালে ভাল করে বুঝতে পারবেন যৌগিক সুদের হার কী ভাবে কাজ করে ও কেন সেই ভাবে পরিকল্পনা করাই শ্রেয়।
1. 60 বছরে অনুর্ধ নাগরিক
বিনিয়োগের পরিমাণ | মেয়াদ (মাসিক হিসেবে) | সুদের হার | চূড়ান্ত প্রাপ্য |
5,00,000 টাকা | 60 | 6.80% | 6,94,746 টাকা |
5,00,000 টাকা | 12 | 5.65% | 5,28,250 টাকা |
2. প্রবীণ নাগরিক
বিনিয়োগের পরিমাণ | মেয়াদ (মাসিক হিসেবে) | সুদের হার | চূড়ান্ত প্রাপ্য |
5,00,000 টাকা | 60 | 7.05% | 7,02,916 টাকা |
5,00,000 টাকা | 12 | 5.90% | 5,29,500 টাকা |
এই হিসাবের ভিত্তিতে এটা পরিষ্কার যে বেশি দিনের জন্য বিনিয়োগ করার লাভজনক দিক রয়েছে। সে ক্ষেত্রে শুধু FD-র সুদের হারই বেশি তা নয়, রিটার্নও বেশি পাওয়া যায়। কিছু ক্ষেত্রে পাঁচ লক্ষাধিক টাকার বিনিয়োগে প্রাপ্ত সুদের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেশি হয়।
নিরাপদ বিনিয়োগ বিকল্প
স্থায়ী আমানতে high FD rates (উচ্চ সুদের হার) ছাড়াও বাজাজ ফিনান্স FD-এর রয়েছে সর্বোচ্চ স্থিতিশীলতার রেটিং। এই স্থিতিশীলতার স্বীকৃতি হল ICRA-এর MAAA রেটিং ও বিচ্যূতিহীন রিটার্নের ক্ষেত্রে CRISIL-এর FAAA রেটিং। কার্যত এ ক্ষেত্রে কোনও ঝুঁকিই নেই, ফলে বিনিয়োগকারীরাও চাপমুক্ত থাকতে পারেন। তাঁরা পাঁচ বছর পরের কোনও লক্ষ্য তৈরি করার স্বাধীনতা পান ও নিশ্চিন্তে সেই বাবদ মোটা টাকা বিনিয়োগ করতে পারেন। যদি কেউ বিনিয়োগের বিষয়ে আগে থেকে পরিকল্পনা করে ফেলেন তা হলে তাঁদের আর্থিক স্বচ্ছলতা বাড়ানোর সুযোগও বেশি থাকে কারণ তাঁরা জানেন যে তাঁদের প্রধান লক্ষ্য গুলি পূরণ করার ব্যবস্থা হয়ে রয়েছে।
সিস্টেম্যাটিক ডিপোজ়িট প্ল্যান বেছে নিয়ে পরিকল্পিত রোজগার উপভোগ করুন
বাজাজ ফিনান্স FD বেশি সুদের হারের পাশাপাশি নমনীয়তার সুবিধাও দেয়। সিস্টেম্যাটিক ডিপোজ়িট প্ল্যানের মতো বিশেষ বৈশিষ্ট্যের দ্বারা যে কেউ সহজেই তাঁর বিনিয়োগের যাত্রা শুরু করতে পারেন। এ ক্ষেত্রে SIP-র মতোই প্রতি মাসে বিনিয়োগ করা সম্ভব এবং প্রতিটি কিস্তি একটি করে নতুন FD হিসেবে নথিভুক্ত হয়। বিনিয়োগকারীরা সিঙ্গল ম্যাচিওরিটি স্কিম বেছে নিতে পারেন, সে ক্ষেত্রে তাঁদের সব FD একটি নির্দিষ্ট তারিখে ম্যাচিওর করবে। অন্যথায়, কেউ মাসিক মান্থলি ম্যাচিওরিটি স্কিমও বেছে নিতে পারেন যেখানে প্রতি মাসের বিনিয়োগ (FD) একটি নির্দিষ্ট, সাধারণ মেয়াদের পরে ম্যাচিওর হবে।
সিস্টেম্যাটিক ডিপোজ়িট প্ল্যান বা এসডিপি মাত্র 5000 টাকা থেকে বিনিয়োগের সুবিধা দিয়ে বিনিয়োগকারীদের কর্মজীবনের প্রথম থেকেই বিনিয়োগ শুরু করার সুস্থ অভ্যাস গড়ে তোলায় সাহায্য করে। আরও ভাল ব্যাপার হল, এটি কম্পাউন্ডিং বা যৌগিক হারে লাভের একই সুবিধা প্রদান করে এবং যদি নিয়মিতভাবে, বছরের পর বছর ধরে বিনিয়োগ করা হয় তবে প্রচুর লাভের সম্ভাবনা থাকে। বর্তমানে 60 বছরের নীচের নাগরিকরা FD তে 6.80% পর্যন্ত সুদ পাচ্ছেন, যেখানে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই হার 7.05% পর্যন্ত হতে পারে। পরিকল্পনার সুবিধাগুলি বিচার করে আজ থেকেই Bajaj Finance online Fixed Deposit (বাজাজ ফিনান্স অনলাইন ফিক্সড ডিপোজ়িট)-এ বিনিয়োগ শুরু করুন।
(ডিসক্লেইমার- বিজ্ঞাপনমূলক প্রতিবেদন। এবিপি লাইভ কর্তৃক সম্পাদিত নয়।)