কলকাতা : কলকাতার প্রবীণ নাগরিকদের জন্য অভিনব উদ্যোগ। ব্র্যান্ড ফিল্ম নিয়ে এল দেশের অন্যতম সেরা অন-ডিমান্ড প্ল্যাটফর্ম সুইগি। যে ক্যাম্পেনের নাম রাখা হয়েছে "ভোগ এল ঘরে।" যার মাধ্যমে দেবী দুর্গার সেইসব বয়স্ক ভক্ত যাঁরা শারীরিক কারণে পুজো প্যান্ডেলে যেতে পারেননি, তাঁদের খুশি ও আনন্দ তুলে ধরা হয়েছে। ঘরের দরজায় গিয়ে তাঁদের হাতে পুজোর ভোগ পৌঁছে দিয়েছে সুইগি।
ক্যাম্পেইনটি ১ অক্টোবর শুরু হয়েছিল, যা বিশ্ব প্রবীণ দিবস হিসাবেও পালিত হয়। ৪ তারিখে সেটি শেষ হয়।
দুর্গাপুজো হল কলকাতা তথা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় উৎসব। নিকটতম পুজো প্যান্ডেলগুলিতে পোশাক পরে গিয়ে দেবী দুর্গার আশীর্বাদ নেওয়ার সময়। যে সময়টা সাধারণ মানুষের উচ্ছ্বাস প্রকাশের। এই প্যান্ডলগুলিতে যে "প্রসাদ" তৈরি হয় তা-ই "ভোগ"। যেসব ভক্ত পুজো প্যান্ডেল যেতে পেরেছেন, তাঁদের সেই ভোগ বিতরণ করা হয়েছে। সুইগি ভক্তদের সেই আবগেই ফিল্মবন্দি করেছে। অন্যদিকে, বয়স্করা যাঁরা ঢাকের তাল এবং উৎসবের রং-আনন্দ অনুভব করা সত্ত্বেও, শারীরিক অক্ষমতার কারণে পুজো প্যান্ডেলে গিয়ে হাজির হয়ে উঠতে পারেননি, তাঁদের দিকটা তুলে ধরা হয়েছে।
কিন্তু, কীভাবে ? প্রত্যেক বয়স্ক নাগরিকের দরজায় দরজায় ভোগ পৌঁছে দিয়েছে সুইগি। এইভাবে তাঁদের পুজোর অঙ্গ করে তোলা হয়েছে। সুইগির তৈরি করা ফিল্মে, একটি সেন্ট্রাল কিচেন বা রান্নাঘর দেখানো হয়েছে। যেখানে এক মহিলা ভোগ রান্না করছেন। এভাবে প্রবীণ নাগরিকদের সেবা করতে পেরে তিনি খুশি। পুজো উদ্যোক্তা ও পুরোহিতদের মাধ্যমে সেই আবেগের প্রতিধ্বনি হয়েছে। এর পাশাপাশি সুইগির সেইসব ডেলিভারি এক্সিকিউটিভ যাঁরা মুখে হাসি নিয়ে দরজায় ভোগ পৌঁছে দিতে পেরে গর্বিত ও আনন্দ বোধ করেছেন, তাঁরা এই আবেগের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
ছবিটি শেষ হয়েছে প্রবীণ নাগরিকদের মুখে হাসির ঝলক নিয়ে। পাশাপাশি সেইসব দর্শকের কাছে বার্তা পাঠানো হয়েছে, যাঁরা প্রবীণ হলেও হৃদয়ের দিকে থেকে এখনও তরুণ এবং উৎসবে সামিল হতে আগ্রহী। "ভোগ এল ঘরে"...হচ্ছে সুইগির একটি ছোট উদ্যোগ। যার মাধ্যমে পুজোকে প্রবীণদের কাছেও মজার করে তোলা হয়েছে। অর্থাৎ, আপনি প্যান্ডেলে যেতে পারেননি তো কী ? পুজোর স্পিরিট বেশি দূরে নেই, অনন্ত এমনই বার্তা তুলে ধরেছে সংশ্লিষ্ট ফিল্মটি।
সুইগির ব্র্যান্ড হেড আশিস লিঙ্গমনেনি বলেন, "ভোগ এল ঘরে"...আমাদের হৃদয় থেকে বেরনো একটি ক্যাম্পেন। একটা সাধারণ প্রশ্ন থেকে এর জন্ম, আমরা কি পুজো ভোগ বয়স্কদের কাছে পৌঁছে দিতে পারি ? আমরা কলকাতার প্রবীণ নাগরিকদের কাছে ভোগ পৌঁছে দিতে পেরে আনন্দিত। এই ছবিতে প্রবীণদের আবেগ সুন্দরভাবে ক্যামেরাবন্দি করা হয়েছে। এটা আমরা আমাদের সব দর্শকের সঙ্গে ভাগ করে নিতে চাই।