রিও দি জেনেইরো: রিও অলিম্পিকে সবচেয়ে কনিষ্ঠ প্রতিযোগী গৌরিকা সিংহ সাঁতারের ট্র্যাকে নেমে তার দুই প্রতিযোগীকে হারিয়ে হিট ওয়ান জিতে গেছে। অথচ প্রতিযোগিতায় নামার মিনিট খানেক আগে গৌরিকার সুইম স্যুট নখ লেগে ছিঁড়ে যায়।


নেপালের মেয়ে গৌরিকা যে দশ হাজার প্রতিযোগী অলিম্পিকে অংশ নিয়েছেন তাঁদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ। ১৩ বছর ২৫৫ দিন বয়স গৌরিকার। অলিম্পিকের মতো ইভেন্টে নামার আগে যেরকম মানসিক প্রস্তুতি থাকার দরকার, তার অনেকটাই স্বাভাবিকভাবেই ছিল না কনিষ্ঠ এই প্রতিযোগীর। তারপর লন্ডনে পড়াশোনা করা এই স্কুল পড়ুয়া নিজের সবসময়ের কোচ রিস গর্মলেকেও সঙ্গে আনতে পারেননি। ফোনেতেই গৌরিকাকে নির্দেশ দিতে থাকেন তার কোচ। সবমিলিয়ে নিজের ইভেন্টে নামার আগে মারাত্মক উত্তেজিত ছিল গৌরিকা।

গৌরিকা নিজেই জানিয়েছে, সাঁতারের ট্র্যাকে নামার মিনিট খানেক আগে সাঁতারের পোশাক ছিঁড়ে যাওয়ায় সে ভীষণই উত্তেজিত হয়ে গিয়েছিল। তবে তারপর পোশাক বদলে সাঁতারের ট্র্যাকে নেমে তিনজন প্রতিযোগীর মধ্যে অন্য দুজনকে হারিয়ে সে প্রথম হয়েছে হিট ওয়ানে। তবে মহিলাদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে অংশ নেওয়ার তার এইমুহূর্তে কোনও সম্ভাবনা নেই।