নয়াদিল্লি : গতকাল ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা করা হয়েছে। দলে নেই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। দল ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই দুরন্ত ক্যাচ ধরে সবার নজর কেড়ে নিলেন মাহি। পুনেতে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের চলতি সিরিজের তৃতীয় ম্যাচে ধোনির এই ক্যাচ সম্ভবত ২০১৮-কে কোনও উইকেটরক্ষকের নেওয়া সেরা ক্যাচ। দুরন্ত রিফ্লেক্সে ধোনি বুঝিয়ে দিলেন তাঁর ফিটনেস নিয়ে সংশয়ের কোনও অবকাশ তো নেই-ই, বরং এ বিষয়ে তিনি তরুণ ক্রিকেটারদের চেয়ে কোনও অংশে পিছিয়ে নেই।
এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ষষ্ঠ ওভারে ওপেনার চন্দ্রপল হেমরাজ জসপ্রিত বুমরার বলে একটি চার ও ছয় মারেন। এরপরই লেংথ পরিবর্তন করেন বুমরাহ। তাঁর বল মাঠের বাইরে উড়িয়ে দিতে চেয়েছিলেন হেমরাজ। বল তাঁর ব্যাটের টপ এজে লেগে শূন্যে উঠে যায়। বল যেখানে মাটিতে পড়ছিল, সেখানে কোনও ফিল্ডার ছিলেন না। ব্যাটসম্যানরা রান নিতে দৌড় শুরু করেন। তখন মনে হচ্ছিল, বল নির্ঘাত মাটিতে পড়ে যাবে। কিন্তু অন্য কিছু ভাবছিলেন মাহি। ৩৭ বছরের মাহি বলের দিকে লক্ষ্য রেখে ফাইন লেগের দিকে দৌড় শুরু করেন। বেশ কিছুটা স্প্রিন্ট টেনে বলের কাছে পৌঁছে যান। শেষমুহূর্তে মাটিতে ঝাঁপিয়ে পড়ে ক্যাচ তালুবন্দী করেন ভারতের উইকেটরক্ষক। ব্রেকথ্রু পেয়ে যায় ভারত।



এই ঘটনার পর সোশ্যাল মিডিয়া মাহি-বন্দনায় মেতে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ইউজারদের একটা অংশ ওই ক্যাচের ভিডিও ও ছবি পোস্ট করে নির্বাচকদের খোঁচা দিতে কসুর করেননি। ২০০৪-এ অভিষেকের পর এই প্রথম কোনও সিরিজে বাদ পড়লেন মাহি।














যদিও নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ সাফ জানিয়েছেন যে, ধোনির টি ২০ কেরিয়ার শেষ হয়ে গেল, এমন ধরে নেওয়ার কোনও কারণই নেই। বিকল্পকে তৈরি রাখতেই তাঁকে পরের দুটি সিরিজের দলে রাখা হয়নি।
এ ব্যাপারে প্রসাদ বলেছেন, দ্বিতীয় উইকেটরক্ষকের জায়গায় অন্য উইকেটরক্ষকদের দেখে নিতে চাইছেন তাঁরা।