ধর্মশালা: এবারের রঞ্জি ট্রফিতে বাংলার দাপট তৃতীয় ম্যাচেও অব্যাহত। প্রথম দু ম্যাচেরও তৃতীয় ম্যাচেও প্রথম ইনিংসে এগিয়ে থাকল মনোজ তিওয়ারির দল। শুধু তাই নয়, দ্বিতীয় দিনের শেষে যা পরিস্থিতি তাতে বাংলার জয় না পাওয়াটাই অঘটন হবে।


ধর্মশালায় রেলওয়েজের বিরুদ্ধে এই ম্যাচের প্রথম ইনিংসে ২০৫ রানে অলআউট হয়ে যায় বাংলা। সুদীপ চট্টোপাধ্যায় ৮৫ রান করেন। এরপর প্রথম দিনের শেষে মাত্র ৩৭ রানে বিপক্ষের ৪ উইকেট তুলে নেন অশোক ডিন্ডারা। আজ রেলওয়েজের বাকি ৬ উইকেট নিতে বেশি সময় লাগেনি বাংলার বোলারদের। ১০৫ রানেই অলআউট হয়ে যায় রেলওয়েজ। তাদের মাত্র তিনজন ব্যাটসম্যান দু অঙ্কের রান করতে পেরেছেন। সর্বোচ্চ স্কোর কর্ণ শর্মার (৪০)। ডিন্ডা পাঁচ, সায়ন ঘোষ তিনটি এবং অমিত কুইলা দুটি উইকেট নিয়েছেন।

প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পর দ্বিতীয় ইনিংসে বাংলার মিডল অর্ডার ঘুরে দাঁড়ায়। দিনের শেষে বাংলার রান ৯ উইকেটে উইকেটে ২০৮। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া মনোজ (৪৮) এবং ঋদ্ধিমান সাহা (৪৪) এই ইনিংসে দলকে ভরসা দেন। বাংলার লিড এখন ৩০৮। তৃতীয় দিন যদি লিড আরও একটু বাড়িয়ে নিতে পারেন পঙ্কজ শ ও সায়ন ঘোষ, এবং তারপর বোলাররা প্রথম ইনিংসের পারফরম্যান্স দেখাতে পারেন, তাহলে এই ম্যাচেও বাংলার জয় সময়ের অপেক্ষা।