লুয়ান্ডা: অ্যাঙ্গোলায় একটি ফুটবল স্টেডিয়ামে খেলা চলাকালীন দর্শকদের চাপে পদপিষ্ট হয়ে মৃত্যু হল ১৭ জনের। তাদের মধ্যে শিশুরাও আছে। আহত হয়েছেন বহু মানুষ। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর অ্যাঙ্গোলার উইগি শহরে ঘরোয়া লিগের একটি ম্যাচ চলছিল। স্টেডিয়ামের প্রবেশদ্বার রুদ্ধ হয়ে গিয়েছিল। সেখান দিয়েই বহু মানুষ ঢোকার চেষ্টা করছিলেন। গ্যালারিতে তিল ধারণের জায়গা ছিল না। বেশ কয়েকজন মাঠেই বসে পড়েন। ভিড়ের চাপে দমবন্ধ হয়েই ১৭ জনের মৃত্যু হয়েছে।
অ্যাঙ্গোলায় ফুটবল স্টেডিয়ামে পদপিষ্ট হয়ে নিহত ১৭
Web Desk, ABP Ananda
Updated at:
11 Feb 2017 01:56 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -