নয়াদিল্লি: এবারের এশিয়ান গেমসে ভারতের পতাকাবাহক হতে চলেছেন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া। ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নরিন্দর বাত্রা এই ঘোষণা করেছেন। নীরজ এখন ফিনল্যান্ডে আছেন। সেখান থেকেই তিনি জানিয়েছেন, ‘এটা আমার কাছে গর্বের বিষয়। আমি এর জন্য আইওএ-কে ধন্যবাদ জানাতে চাই। আমি খুব খুশি ও উত্তেজিত।’ ১৮-তম এশিয়ান গেমস শুরু হচ্ছে এ মাসের ১৮ তারিখ থেকে। ইন্দোনেশিয়ার জাকার্তা ও পালেম্বাং শহরে এই প্রতিযোগিতা চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। আজ নয়াদিল্লির একটি হোটেলে শুভেচ্ছা জানানোর জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বাত্রা ছাড়াও হাজির ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর। তিনিও অ্যাথলিট ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানান। এবারের এশিয়ান গেমসে ৩৬টি বিভাগে ৫৭২ জন অ্যাথলিট পাঠাচ্ছে ভারত। গতবার দক্ষিণ কোরিয়ার ইঞ্চিয়নে ১১টি সোনা, ১০টি রুপো ও ৩৬টি ব্রোঞ্জ পেয়েছিল ভারত। এবারের ফল তার চেয়ে ভাল হবে বলেই আশা করছেন বাত্রা, রাঠৌররা।