রবি শাস্ত্রীর দ্রুততম দ্বিশতরানের রেকর্ড ছুঁলেন ব্রিটিশ তরুণ
Web Desk, ABP Ananda | 18 Jul 2016 03:41 PM (IST)
কলউইন বে (ব্রিটেন): প্রথম শ্রেণির ক্রিকেটে রবি শাস্ত্রীর দ্রুততম দ্বিশতরানের রেকর্ড স্পর্শ করলেন ইংল্যান্ডের গ্ল্যামারগন কাউন্টির ১৯ বছর বয়সি ক্রিকেটার অ্যানুরিন ডোনাল্ড। আজ ডার্বিশায়ারের বিরুদ্ধে মাত্র ১২৩ বলে ২০০ পূর্ণ করেন ডোনাল্ড। ১৯৮৫ সালে এই কীর্তি গড়েছিলেন রবি। শেষপর্যন্ত ১৩৬ বলে ২৩৪ করেন ডোনাল্ড। তাঁর এই ইনিংসে ছিল ১৫টি ছক্কা এবং ২৬টি চার। আজ ডোনাল্ড যখন ব্যাট করতে নামেন, তখন ৯৬ রানে ৩ উইকেট ছিল গ্ল্যামারগনের। শুরু থেকেই বিপক্ষের বোলারদের আক্রমণ করতে থাকেন এই তরুণ ব্যাটসম্যান। তিনি ছক্কা মেরেই ১০০, ১৫০ এবং ২০০ রান পূর্ণ করেন। ডোনাল্ডের দাপটে দিনের শেষে গ্ল্যামারগনের রান ৮ উইকেটে ৪৯১।