অ্যান্টিগা: ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টেই দাপট ভারতের। ব্যাটসম্যানদের পর বোলাররাও দুরন্ত পারফরম্যান্স করে ক্যারিবিয়ানদের কোণঠাসা করে দিয়েছেন। প্রথম ইনিংসে ভারতের ৫৬৬ রানের জবাবে মাত্র ২৪৩ রানেই শেষ হয়ে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ক্যারিবিয়ান পিচে বল হাতে আগুন ঝরিয়েছেন ভারতের দুই পেসার মহম্মদ শামি ও উমেশ যাদব। তাঁরা দু জনেই চার উইকেট করে নিয়েছেন। জোড়া উইকেট নিয়েছেন অমিত মিশ্র। পাঁচটি ক্যাচ এবং একটি স্ট্যাম্পের সুবাদে দ্বিতীয়বার একটি টেস্ট ইনিংসে ৬টি শিকার করে সৈয়দ কিরমানি ও মহেন্দ্র সিংহ ধোনির রেকর্ড স্পর্শ করলেন ঋদ্ধিমান সাহা।
ভারত ৩২৩ রানে এগিয়ে থাকায় বিপক্ষকে ফলো অন করানোর সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানরা তৃতীয় দিনের শেষে এক উইকেট হারিয়ে ২১ রান করেছে। ভারত এখনও ৩০২ রানে এগিয়ে। চতুর্থ দিনের পিচে রবিচন্দ্রন অশ্বিন, মিশ্ররা স্পিনের ভেলকি দেখাতে পারলে এবং শামি-উমেশরা প্রথম ইনিংসের মতো বল করতে পারলে এদিনই জয় পেতে পারে ভারতীয় দল।
শনিবার এক উইকেটে ৩১ রান নিয়ে খেলা শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার গ্রেগ ব্রেথওয়েট এবং নৈশপ্রহরী দেবেন্দ্র বিশু প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু বেশিক্ষণ টিকতে পারেননি বিশু (১২)। অমিত মিশ্রর বলে ঋদ্ধিমানের হাতে ধরা পড়েন তিনি। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট পড়তে থাকে। ডোয়েন ব্র্যাভো (১১), মার্লন স্যামুয়েলস (১), জারমেইন ব্ল্যাকউডকে (০) ফিরিয়ে দেন শামি। বাকি কাজটা সেরে ফেলেন উমেশ ও মিশ্র।
ব্রেথওয়েট প্রায় পাঁচ ঘণ্টা লড়াই চালানোর পর ৭৪ রানে উমেশের বলে ঋদ্ধিমানের হাতে ধরা পড়েন। ক্যারিবিয়ান উইকেটকিপার শেন ডাউরিচ (অপরাজিত ৫৭) এবং জেসন হোল্ডারও (৩৬) লড়াই করছিলেন। কিন্তু তাতে বিশেষ লাভ হয়নি।
দ্বিতীয় ইনিংসে ব্রেথওয়েট কিছু করতে পারেননি। তিনি মাত্র ২ রানে ইশান্ত শর্মার বলে এলবিডবলু হয়ে গিয়েছেন। দিনের শেষে ক্রিজে আছেন রাজেন্দ্র চন্দ্রিকা (৯) ও ব্র্যাভো (১০)।
শামি-উমেশের দাপটে ফলো অন ওয়েস্ট ইন্ডিজের, জয়ের গন্ধ পাচ্ছে ভারত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
24 Jul 2016 03:07 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -