২০১৯ বিশ্বকাপে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের সরাসরি কোয়ালিফাই করা কঠিন
ABP Ananda, web desk | 13 Apr 2017 03:56 PM (IST)
দুবাই: ২০১৯-র বিশ্বকাপে পাকিস্তান সরাসরি খেলার সুযোগ নাও পেতে পারে। একই অবস্থা দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজেরও। আইসিসি-র ক্রমতালিকায় দুটি দল যথাক্রমে অষ্টম ও নবম স্থানে রয়েছে। পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে গত মঙ্গলবার তিন ম্যাচের একদিনের সিরিজ শেষ হয়েছে। পাকিস্তান সিরিজ ২-১ জিতেছে। সিরিজে শুরুটা দুরন্ত করেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে ৩০৯ রান তাড়া করে জিতেছিল তারা। একদিনের ক্রিকেটে এটাই ক্যারিবিয়ানদের সবচেয়ে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড। যদিও পরের দুটি ম্যাচে পাকিস্তান জয়ী হয়। ২০১৯-র বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেতে হলে পাকিস্তানকে ৩-০ তে সিরিজ জিততে হত। কিন্তু একটা ম্যাচে হেরে তারা সেই সুযোগ খোয়াল। আইসিসি ক্রমতালিকায় সাত নম্বরে থেকে বাংলাদেশ ইতিমধ্যেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। ইংল্যান্ড ও ২০১৭-র ৩০ সেপ্টেম্ব প্রথম সাতটি দল ২০১৯-র বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করবে। বাকি চারটি দল বেছে নেওয়া হবে আইসিসি-র ২০১৮-র ১০ দলীয় কোয়ালিফাইং টুর্নামেন্ট থেকে। আইসিসি-র পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। ১ মে টিমগুলি র বার্ষিক পারফরম্যান্স আপডেট করার ক্ষেত্রে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সিরিজ ছিল চূড়ান্ত সিরিজ। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ ইতিমধ্যেই বিশ্বকাপের জন্য কোয়ালিফাই করেছে।