যুক্তরাষ্ট্র: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন নীরজ চোপড়া। প্রথম ভারতীয় পুরুষ অ্যাথলিট হিসেবে রুপো জিতলেন পানিপথের তরুণ। চতুর্থ প্রয়াসে এদিনের সেরা থ্রোটি করেন নীজর। ৮৮.১৩ মিটার দূরত্বে থ্রো করে রুপো নিশ্চিত করেন নীরজ। তবে সোনা জয় হল না এবার। হয়ত নিজের পারফরম্যান্সে একটু হতাশই হবেন তিনি। কারণ নব্বই মিটার দূরত্ব অতিক্রম করতে মরিয়া ছিলেন টোকিও অলিম্পিক্সের সোনাজয়ী। যা সম্ভব হল না। ২০০৩ সালে অঞ্জু ববি জর্জের পর বিশ্বচ্যাম্পিয়নশিপে আবার পদক জয় ভারতের।


এদিন শুরুটা যদিও খুব একটা ভাল হয়নি নীরজের। তিনি নিজের প্রথম থ্রোটি ফাউল করেন এদিন। সেখানে গ্রেনাডার জ্যাভলিন থ্রোয়ার অ্যান্ডারসন পিটারস ৯০.২১ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নিজের পদক একপ্রকার নিশ্চিত করে দিয়েছিলেন। এরপর দ্বিতীয় ও তৃতীয় সুযোগে নীরজ যথাক্রমে ৮২.৩৯ ও ৮৬.৩৭ মিটার দূরত্ব অতিক্রম করেন। চতুর্থ পদক্ষেপে ৮৮.১৩ মিটার দূরত্বে জ্যাভলিন ছুড়ে নিজের রুপো নিশ্চিত করেন নীরজ। তবে এদিন ২ বার ফাউল থ্রো করেছিলেন এই তরুণ। নিজের সেরা থ্রো ৯০.৫৪ মিটার ছুড়ে সোনা নিশ্চিত করেন পিটারস। চেক প্রজাতন্ত্রের ইয়াকুব ভালদেজ ৮৮.০৯ মিটার জ্যাভলিন ছুড়ে ব্রোঞ্জ জেতেন। এদিন ভারতের আরেক জ্যাভলিন থ্রোয়ার রোহিত যাদবও ফাইনালে উঠেছিলেন। কিন্তু প্রথম তিনটি থ্রোয়ের পরই ছিটকে যান তিনি। 


 






উল্লেখ্য, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Championships) নেমে প্রথম থ্রোতেই ৮৮.৩৯ মিটার পার করে ফাইনালে খেলা পাকা করেছিলেন নীরজ। এই নিয়ে দ্বিতীয় বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন নীরজ। ২০১৭-য় প্রথম বার নেমে তিনি খালি হাতে ফিরেছিলেন। ২০১৯-এ চোটের কারণে অংশ নিতে পারেননি। এ বার সেই আক্ষেপ মিটিয়ে নিলেন। সোনা হল না। কিন্তু রুপো জিতেই ফিরছেন নীরজ।


আরও পড়ুন: আজ জিতলেই সিরিজ দখলে ভারতের, কখন, কোথায় দেখবেন ইন্দো-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ওয়ান ডে?