ত্রিনিদাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আজ দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে খেলতে নামছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। আগের ম্যাচে জিতে ওয়ান ডে সিরিজে এগিয়ে গিয়েছে ভারতীয় দল। রোহিত শর্মা (Rohit Sharma), যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও বিরাট কোহলির (Virat Kohli) মতো সিনিয়র ক্রিকেটারদের ছাড়াই মাঠে নেমেছে ভারতীয় দল। শিখর ধবনের (Shikhar Dhawan) নেতৃত্বে দুর্দান্ত খেলেছে টিম ইন্ডিয়া। আজ জিতলেই সিরিজ দখলে করে নেবে তারা। 


আগের ম্যাচে যে দল খেলেছিল, আজকের ম্যাচেও কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ারের মতো তরুণ ক্রিকেটারদের জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। 


আজকের ম্যাচ
আজ ওয়ান ডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ


কোথায় হবে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচটি?
এই ম্যাচটি হবে কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদে


কখন শুরু হবে খেলা?
ভারতীয় সময় অনুসারে ভারত-ইংল্যান্ডের এই ওয়ান ডে ম্যাচটি শুরু হবে সন্ধে ৭.৩০টায়



কোন চ্যানেলে দেখা যাবে এই ম্যাচটি?
এই খেলাটি দেখা যাবে ডিডি স্পোর্টস নেটওয়ার্কে


অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচ?
অনলাইনে ফ্যানকোড অ্যাপে


শেষ ওভারে ওয়েস্ট ইন্ডিজের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৫ রানের। অধিনায়ক শিখর ধবন এমন পরিস্থিতিতে মহম্মদ সিরাজকে (Mohammed Siraj) বল দেন। সিরাজ অন্তত আন্তর্জাতিক সীমিত ওভারের ক্রিকেটে আগে এমন পরিস্থিতির মুখোমুখি হননি। ক্রিজে তখন দুই উইন্ডিজ ব্যাটার শেফার্ড ও আকিল হোসেন। দুই ব্যাটারই সেট।  নাটকীয় ওভারে শেফার্ড সিরাজকে একটি চার মারলেও সিরাজ স্নায়ুর চাপ ধরে রাখতে সক্ষম হন। সঞ্জু স্যামসন দুরন্তভাবে ঝাঁপিয়ে পড়ে একটি চার বাঁচান। শেষমেশ তিন রানে ম্যাচ জিতে নেয় ভারত। 


ওয়েস্ট ইন্ডিজ সফরের পরই এশিয়া কাপের লড়াই। ওয়ান ডে সিরিজের পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল।


আরও পড়ুন: বিদেশি টি-টোয়েন্টি লিগে খেলার ছাড়পত্র পেতে চলেছেন ভারতীয় ক্রিকেটাররা?