বেলগ্রেড: রজার ফেডেরার (Rogger Federer) অবসর নিয়ে ফেলেছেন। রাফায়েল নাদালও (Rafael Nadal) অবসর নিয়েছেন। টেনিসকে বিদায় জানিয়েছেন অ্য়ান্ডি মারেও। টেনিসের ফ্যাব ফোরের একমাত্র তিনিই বর্তমানে পেশাদার টেনিসে এখনও খেলছেন। তিনি নোভাক জকোভিচ। সার্বিয়ান টেনিস তারকার চলতি বছরে কোনও গ্র্যান্ডস্লামই জিততে পরেননি। গত বছর চারটি গ্র্যান্ডস্লামের তিনটি জিতেছিলেন। কিন্তু ২০২৪ সালটা একেবারেই ভাল যায়নি সর্বাধিক গ্র্যান্ডস্লামের মালিকের। ফের আগামী বছর অস্ট্রেলিয়ান ওপেনের মঞ্চে দেখা যাবে সার্বিয়ান টেনিস তারকাকে।


২০১৭ সালে শেষবার এমনটা হয়েছিল যে বছর কোনও গ্র্যান্ডস্লামই জিততে পারেননি জোকার। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে সেমিতে ইতালির ২৩ বছর বয়সি বিশ্বের এক নম্বর টেনিস তারকার বিরুদ্ধে হারতে হয়েছিল। সিনারের বিরুদ্ধে অক্টোবরে সাংঘাই মাস্টার্সেও হারতে হয়েছিল জোকারকে। ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকেই নাম তুলে নিয়েছিলেন জোকার এরপর হাঁটুর চোটের জন্য। ২১ বছরের কার্লোস আলকারাজের বিরুদ্ধে উইম্বলডনের মঞ্চে হেরে রানার্স আপ হতে হয়েছে সার্বিয়ান তারকাকে। তাহলে কি জোকার জামানার সমাপ্তি? 


এমনটা অবশ্য মনে করছেন না কিংবদন্তি এই টেনিস তারকা। জোকার বলছেন, ''আমি এখনও মনে করি যে আমার পক্ষে পেশাদার টেনিস সর্বোচ্চ পর্যায়ে খেলা সম্ভব। তবে সিনার ও আলকারাজ নিজেদের বিশ্বের সেরা প্লেয়ার হিসেবে তুলে ধরেছে সাম্প্রতিক সময়ে। জেভেরভকেও ভুললে চলবে না।'' এক সাক্ষাৎকারে নোভাক আরও বলেন, ''ওরা প্রত্যেকেই ম্য়াচ জেতার ও খেতাব জেতার অন্য়তম দাবিদার। কিন্তু মানসিক ও শারীরিক ভাবে আমিও প্রস্তুত টেনিস কোর্টে নিজেদের সেরাটা দেওয়ার জন্য়। আমি মনে করি এখনও আমি ওদের সমানভাবে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারি।''


আগামী বছরে নিজের লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে জোকার বলেন, ''আগামী বছর আমি আরও বেশি করে টুর্নামেন্ট খেলতে চাই। গ্র্যান্ডস্লাম আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমি জয়ের জন্য নিজের সেরাটা দিতে চাই। অবশ্যই আমার শরীর কতটা সায় দেয়, তা দেখতে হবে।''


নতুন মরশুমে নোভাক জকোভিচের কোচের দায়িত্বে দেখা যাবে অ্যান্ডি মারে। আগামী বছর অস্ট্রেলিয়ার ওপেনের মঞ্চেই কোর্টে যখন মাতাবেন জোকার, তখন গ্যালারিতে তাঁর গুরুর দায়িত্বে দেখা যাবে প্রাক্তন ব্রিটিশ টেনিস প্লেয়ারকে। প্যারিস অলিম্পিক্সে শেষবার কোর্টে নেমেছিলেন মারে। এরপরই অবসর নেন তিনি। অন্য়দিকে সোনা জিতেছিলেন সেই টুর্নামেন্টেই জকোভিচ। গত ২৩ নভেম্বর সোশ্যাল মিডিয়ায় জোকার ঘোষণা করেন যে মারে তাঁর পরবর্তী কোচ।