সিডনি: চতুর্থ টেস্টে ভারত আর জয়ের মধ্যে কাঁটা শুধু বৃষ্টি। রবিবার বৃষ্টি ও কম আলোয় ম্যাচের বেশিরভাগ সময় খেলাই হল না। সারাদিনে মাত্র ২৫.২ ওভার খেলা হল। তার মধ্যে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের বাকি চারটি উইকেট তুলে নিয়ে টিম পেনদের ফলো অন করাচ্ছেন বিরাট কোহলিরা।
রবিবার অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ৩০০ রানে। ৩২২ রানে এগিয়ে থাকায় কোহলি সরাসরি জয়ের জন্য ঝাঁপাতে ফলো অন করানোর সিদ্ধান্ত নেন। তবে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে চার ওভারের বেশি ব্যাট করানোর সুযোগই পেল না ভারত। তার মধ্যে অস্ট্রেলিয়ার স্কোর ৬/০। ক্রিজে রয়েছেন দুই ওপেনার উসমান খাওয়াজা (অপরাজিত ৪ রান) ও মার্কাস হ্যারিস (অপরাজিত ২ রান)। ভারতের দুই পেসার মহম্মদ শামি ও যশপ্রীত বুমরা দুই ওভার করে হাত ঘোরালেও কোনও সাফল্য পাননি।
অস্ট্রেলিয় শিবিরের কাছে আশীর্বাদ হয়ে উঠতে পারে বৃষ্টি। সোমবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে সিডনিতে। রবিবার অনেক সময় নষ্ট হওয়ায় শেষদিন ম্যাচ শুরু হবে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে। খেলা হবে ৯৮ ওভার। বৃষ্টি বা কম আলোয় আরও সময় নষ্ট হলে পেনদের ম্যাচ বাঁচানোর আশা বাড়বে। তবে ভারতের সিরিজ জয় আটকাবে না। ২-১ ব্যবধানে এগিয়ে থাকায় বর্ডার-গাওস্কর ট্রফি কোহলির হাতে ওঠা শুধু সময়ের অপেক্ষা।
সারাদিনে হল মাত্র ২৫.২ ওভার, সোমবারও বৃষ্টির পূর্বাভাস, কোহলিদের সিরিজ জয় শুধু সময়ের অপেক্ষা
Web Desk, ABP Ananda
Updated at:
06 Jan 2019 01:11 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -