কিংস্টন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় তথা শেষ টেস্টে টসে হেরে ব্যাট করছে ভারত। দুই ওপেনার মায়াঙ্ক অগ্রবাল ও কেএ রাহুল ব্যাটিং করতে নামেন। ৩২ রানে ভারতের প্রথম উইকেট পড়ে। জেসন হোল্ডারের বলে ১৩ রান করে আউট হন রাহুল।

অপরিবর্তিত প্রথম একাদশ নিয়েই নেমেছে ভারত। অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ দলে অভিষেক হয়েছে বড়সড় চেহারার অলরাউন্ডার রাহকিম কর্নওয়ালের। তাঁর উচ্চতা ৬ ফুট ৫ ইঞ্চি। ওজন ১৪০ কিলোগ্রাম। তাঁর সঙ্গে পাঁচদিনের ক্রিকেটে অভিষেক হল উইকেটরক্ষক জাহমর হ্যামিল্টনের।

ফিটনেস সংক্রান্ত সমস্যার জন্য শাই হোপ খেলতে পারছেন না। সেইসঙ্গে পেসার মিগুয়েল কামিন্সকেও বাদ দেওয়া হয়েছে।

ভারতীয় দল: কেএল রাহুল, মায়াঙ্ক অগ্রবাল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, হনুমা বিহারী, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, ইশান্ত শর্মা, মহম্মদ শামি, জসপ্রিত বুমরাহ

ওয়েস্ট ইন্ডিজ: ক্রেগ ব্রেথওয়েট, জন ক্যাম্পবেল, শামারহ ব্রুকস, ডারেন ব্র্যাভো, রস্টন চেজ, শিমরন হেটমেয়ের, জেসন হোল্ডার (অধিনায়ক), রাহকিম কর্নওয়াল, কেমার রোচ, শ্যানন গ্যাব্রিয়েল।