নয়াদিল্লি: শুধু ভারতই নয়, ক্রিকেটদুনিয়ার অন্যতম সেরা ক্রিকেটার সচিন তেন্ডুলকর। টেস্ট হোক বা একদিনের আন্তর্জাতিক, তাঁর রেকর্ড অত্যন্ত উজ্জ্বল। তবে সচিনের ক্রিকেট কেরিয়ারে চমকপ্রদ একটি বিষয় রয়েছে, যা হয়তো বর্তমান প্রজন্মের অনেক ক্রিকেটপ্রেমীরই অজানা। ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের আসরে অভিষেক হওয়ার আগেই পাকিস্তানের হয়ে একটি ম্যাচে পরিবর্ত ফিল্ডার হিসেবে মাঠে নেমেছিলেন সচিন।


এই ঘটনা ঘটেছিল ১৯৮৬-৮৭ মরসুমে পাকিস্তানের ভারত সফরে। সেবার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে এসেছিল পাকিস্তান। মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে সিসিআই-এর বিরুদ্ধে একটি ম্যাচ খেলতে নামে পাকিস্তান। সেই ম্যাচের ৪০-তম ওভারে পাকিস্তানের হয়ে ফিল্ডিং করতে ১৩ বছরের সচিনকে ডাকেন তৎকালীন অধিনায়ক ইমরান খান। কারণ, মধ্যাহ্নভোজের বিরতির পর মাঠের বাইরে ছিলেন জাভেদ মিঁয়াদাদ ও আবদুল কাদির। ফলে ফিল্ডারের ঘাটতি মেটাতেই সচিনকে ডাকেন ইমরান। তিনি সচিনকে ফিল্ডিং করতে পাঠান লং অনে। কপিল দেবের ক্যাচ নেওয়ার জন্য ১৫ মিটার ছোটেন সচিন। তবে তিনি ক্যাচটি ধরতে পারেননি। নিজের আত্মজীবনী ‘প্লেয়িং ইট মাই ওয়ে’-তে এই ঘটনার কথা উল্লেখ করেছেন মাস্টারব্লাস্টার।

এই ম্যাচের ২ বছর পরে ভারতের পাকিস্তান সফরে অভিষেক হয় সচিনের। এরপর আর তাঁকে পিছন ফিরে তাকাতে হয়নি। আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। ২০১১ সালে বিশ্বকাপজয়ী দলেরও অন্যতম সদস্য ছিলেন তিনি।

সচিনের মতোই একবার বিদেশি দলের হয়ে খেলেন তাঁর সতীর্থ রাহুল দ্রাবিড়। ২০০৩ সালের বিশ্বকাপের পর ভারতীয় দলের তৎকালীন কোচ জন রাইটের আহ্বানে সাড়া দিয়ে স্কটল্যান্ডের ন্যাশনাল ক্রিকেট লিগে খেলতে যান দ্রাবিড়। তিনি ১১টি কাউন্টি ম্যাচ এবং পাকিস্তানের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচে খেলার জন্য চুক্তিবদ্ধ হন। ফলে স্কটল্যান্ডের হয়ে খেলে ফেলেন ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা এই খেলোয়াড়।

ভারতের অপর এক ক্রিকেটার মনদীপ সিংহও একবার বিদেশি দলের বিরুদ্ধে খেলেছিলেন। ২০১৫ সালে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা এ দলের হয়ে ফিল্ডিং করতে নেমেছিলেন তিনি। কারণ, দক্ষিণ আফ্রিকা এ দলের চারজন ক্রিকেটার অসুস্থ হয়ে পড়েছিলেন। ফলে বাধ্য হয়ে মনদীপ ছাড়াও ভিডিও অ্যানালিস্ট হেনড্রিকাস কোয়ারৎজেনকে ফিল্ডিং করতে নামাতে বাধ্য হয় দক্ষিণ আফ্রিকা এ দল। এডলি লেইয়ের জার্সি পরে ফিল্ডিং করেন মনদীপ।