রোজেউ: সিরিজের তৃতীয় টেস্টে নাটকীয়ভাবে ১০১ রানে জিতে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট সিরিজ জিতল পাকিস্তান। এটাই ছিল ইউনিস খান ও মিসবা উল হকের বিদায়ী টেস্ট ম্যাচ। দলকে জিতিয়েই তাঁরা বিদায় নিলেন। রস্টন চেজ অপরাজিত শতরান করেও দলকে জেতাতে পারলেন না।
এই ম্যাচে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৭৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। আজহার আলি ১২৭ রানের অসাধারণ ইনিংস খেলেন। বাবর আজম (৫৫), মিসবা (৫৯) ও সরফরাজ আহমেদ (৫১) অর্ধশতরান করেন। জবাবে ২৪৭ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস। চেজ করেন ৬৯ রান। মহম্মদ আব্বাস ৫ উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ১৭৪ রান করে ডিক্লেয়ার করে দেয় পাকিস্তান।
জয়ের জন্য ৩০৪ রান দরকার ছিল ওয়েস্ট ইন্ডিজের। কিন্তু চেজ ছাড়া আর কোনও ব্যাটসম্যানই উইকেটে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি। চেজ ১০১ রানে অপরাজিত থাকেন। ২০২ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ইয়াসির শাহ ৫ উইকেট নেন।
ওয়েস্ট ইন্ডিজে প্রথমবার টেস্ট সিরিজ জিতে অবসর ইউনিস, মিসবার
Web Desk, ABP Ananda
Updated at:
15 May 2017 09:13 AM (IST)
ছবি সৌজন্যে পিসিবি/ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -