তৃতীয় টেস্ট: বৃষ্টিতে পণ্ড তৃতীয় দিনের খেলা
Web Desk, ABP Ananda | 11 Aug 2016 06:34 PM (IST)
গ্রস আইলেট: একটিও বল না হয়েই ভারত-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা বাতিল হয়ে গেল। দ্বিতীয় দিন রাত থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টি এদিন সকালেও বন্ধ হয়নি। প্রথমে লাঞ্চ পর্যন্ত অপেক্ষা করেন আম্পায়াররা। সুপার সপার দিয়ে আউটফিল্ড শুকনো করার চেষ্টা করেন মাঠকর্মীরা। কিন্তু তাঁদের সেই চেষ্টা সফল হয়নি। স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ বৃষ্টি থামার পর খেলা শুরু হওয়ার আশা দেখা গিয়েছিল। আম্পায়ারদের পাশাপাশি ভারতীয় দলের কোচ অনিল কুম্বলেও সাপোর্ট স্টাফদের নিয়ে মাঠ পরিদর্শন করেন। কিন্তু খেলা শুরু হওয়ার কোনও সম্ভাবনা ছিল না। ফলে দুপুর দুটোয় এদিনের মতো খেলা বাতিলের কথা জানিয়ে দেন আম্পায়াররা। আবহাওয়ার উন্নতি হবে চতুর্থ দিন সকাল সাড়ে নটা থেকে খেলা শুরু হবে। এই টেস্টে প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ভারত ৩৫৩ রান করেছে। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় দিনের শেষে এক উইকেট হারিয়ে ১০৭ রান করেছিল। ফলে এই ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে।