রিও ডি জেনেইরো: একে চলতি অলিম্পিকে ভারতের ঝুলিতে কোনও পদক নেই, তার মধ্যেই রিও-তে নতুন বিতর্কে ভারতের ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল৷ অবৈধ কার্যকলাপের অভিযোগে তাঁর অ্যাক্রিডিটেশন বাতিল করার হুঁশিয়ারি দিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

 

ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ, অ্যাক্রিডিটেশন না থাকা লোকজনকে নিয়ে একাধিক সংরক্ষিত অঞ্চলে ঘুরে বেড়াচ্ছেন তিনি। এমনই একটি জায়গায় ঢোকার সময় তাঁকে আটকান নিরাপত্তাকর্মীরা৷ বাধা পেতেই ক্রীড়ামন্ত্রী অশালীন ব্যবহার করেন বলে অভিযোগ৷ এমনকি ধাক্কাধাকিতে জড়িয়ে পড়েন৷

 

গোটা বিষয়ে ক্ষুব্ধ অলিম্পিক কমিটি৷ ভারতের শ্যেফ দ্য মিশনকে চিঠি লিখে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এরকম ঘটনা ফের ঘটলে, তাঁরা ক্রীড়ামন্ত্রীর অ্যাক্রিডিটেশন কার্ড অবধি বাতিল করতে বাধ্য হবেন৷ ক্রীড়ামন্ত্রীর বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ নিয়ে চাপে ভারত৷