গুয়াহাটি: গুয়াহাটিতে অস্ট্রেলিয়ার টিম বাসে পাথর ছোড়ার ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে চারজনকে গ্রেফতার করা হল। অসম পুলিশের ডিরেক্টর জেনারেল মুকেশ সহায় এ কথা জানিয়েছেন। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডিজিপি-কে নির্দেশ দিয়েছিলেন, এই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করতে হবে। তাঁর সেই নির্দেশের পরেই তৎপর হয় পুলিশ।
এ মাসের ১০ তারিখ ভারত-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের পর অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা যখন স্টেডিয়াম থেকে হোটেলে ফিরছিলেন, তখনই তাঁদের টিম বাসে একটি ক্রিকেট বলের আকারের পাথর ছোড়া হয়। জানলার কাচ ভেঙে গেলেও, কেউ জখম হননি। অস্ট্রেলিয়ার ওপেনার অ্যারন ফিঞ্চ ট্যুইট করে ভাঙা জানলার ছবি দিয়ে লেখেন, এই ঘটনায় তাঁরা প্রচণ্ড আতঙ্কিত। সরকারের পক্ষ থেকে তাঁদের নিরাপত্তার বিষয়ে আশ্বাস দেওয়া হয়।
অস্ট্রেলিয়ার টিম বাসে পাথর ছোড়ার ঘটনায় গ্রেফতার ৪
Web Desk, ABP Ananda
Updated at:
16 Oct 2017 09:06 AM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -