চার দেশীয় একদিনের সিরিজ: অধিনায়ক প্রিয়ম গর্গের দুরন্ত সেঞ্চুরি ভারতের অনূর্ধ্ব ১৯ দল হারাল দক্ষিণ আফ্রিকাকে
ABP Ananda webdesk | 04 Jan 2020 02:12 PM (IST)
চার দেশীয় একদিনের সিরিজের ম্যাচে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক প্রিয়ম গর্গের দুরন্ত শতরান। তাঁর ১০৩ বলে ১১০ রানে ভর করে ভারত ৬৬ রানে হারাল আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ দলকে।
ডারবান: চার দেশীয় একদিনের সিরিজের ম্যাচে ভারতের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক প্রিয়ম গর্গের দুরন্ত শতরান। তাঁর ১০৩ বলে ১১০ রানে ভর করে ভারত ৬৬ রানে হারাল আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব ১৯ দলকে। এভাবে জয় দিয়েই সিরিজে অভিযান শুরু করল ভারতের অনূর্ধ্ব ১৯ দল। শুক্রবারের এই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ভারত করে ৫ উইকেটে ২৬৪ রান। অধিনায়ক গর্গ ছাড়াও ধ্রুব জুরেল (৬৫) এবং তিলক ভার্মা (৪২)-ও ব্যাট হাতে উল্লেখযোগ্য অবদান রাখেন। এরপর ভারতের বোলাররাও দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের ওপর নিয়ন্ত্রণ বজায় রাখেন। নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে তারা ১৯৮ রান তোলে। বাঁহাতি পেসার সুশান্ত মিশ্র সবচেয়ে বেশি উইকেটে নেন। ৪৮ রানে তাঁর সংগ্রহ চার উইকেট। এছাড়াও রবি বিষ্ণোই (২/২৯), কার্তিক ত্যাগী (১/২৫), অথর্ভ আনকোলেকর ( ১/২৯) তিলক ভার্মা (১/২৩)-ও উইকেট নেন। দক্ষিণ আফ্রিকার হয়ে অধিনায়ক ব্রাইস পারসনস সর্বাধিক ৫০ বলে ৫৭ রান করেন। ভারতের অনুর্ধ্ব ১৯ দল আগামীকাল রবিবার পরের ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে। টুর্নামেন্টের চতুর্থ দল নিউজিল্যান্ড।