কেপটাউন: দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম টেস্টের প্রথম দিন ভারতীয় বোলারদের দাপট। ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিনদের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে প্রথম দিন ২৮৬ রানে অলআউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ৮৭ রান দিয়ে ৪ উইকেট নিলেন ভুবনেশ্বর। অশ্বিন ২১ রান দিয়ে জোড়া উইকেট নিলেন। মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও হার্দিক পাণ্ড্য একটি করে উইকেট নিলেন।
বোলাররা ভাল পারফরম্যান্স দেখালেও, ব্যাট করতে নেমে ভারতের শুরুটা ভাল হয়নি। ওপেনার মুরলী বিজয় (১) পঞ্চম ওভারেই ভেরনন ফিল্যান্ডারের বলে ডিন এলগারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। অপর ওপেনার শিখর ধবন ভাল শুরু করেও ১৩ বলে তিনটি বাউন্ডারির সাহায্যে ১৬ রান করে ডেল স্টেইনের বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে আউট হন। ভারতের অধিনায়ক বিরাট কোহলি বিয়ের পর প্রথম ম্যাচ খেলতে নেমেই ব্যর্থ হলেন। তিনি মাত্র পাঁচ রান করে মর্নি মর্কেলের বলে কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। দিনের শেষে ভারতের রান ৩ উইকেটে ২৮। ক্রিজে চেতেশ্বর পূজারা (৫) ও রোহিত শর্মা (০)। ভারত এখনও ২৫৮ রানে পিছিয়ে।
আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। শুরুতেই প্রোটিয়া শিবিরে আঘাত হানেন ভুবনেশ্বর। প্রথম ওভারের তৃতীয় বলেই ভুবির বলে ঋদ্ধিমান সাহার হাতে ক্যাচ তুলে আউট হন এলগার। স্কোরবোর্ডে কোনও রান যোগ হওয়ার আগেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর ফের এডেন মার্করামকে এলবিডব্লু আউট করেন ভুবি। ৭ রানে দ্বিতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। মাত্র ৫ রান করে ফিরে যান দক্ষিণ আফ্রিকার অন্য ওপেনার মার্করাম। দক্ষিণ আফ্রিকার স্কোরবোর্ডে আরও পাঁচ রান যোগ হওয়ার পরই হাসিম আমলাকে ফিরিয়ে দেন ভুবি। ৩ রান করে আউট হন আমলা।
শুরুতেই তিন উইকেট হারানোর পর এ বি ডিভিলিয়ার্স (৬৫) ও অধিনায়ক ফাফ দু প্লেসির (৬২) জুটির হাত ধরে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। এই জুটিতে যোগ হয় ১১৪ রান। এই জুটি ভাঙেন প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামা বুমরাহ। তাঁর বলে বোল্ড হন ডিভিলিয়ার্স। দু প্লেসিকে ফেরান হার্দিক। এরপর কুইন্ট ডি কক (৪৩), ফিল্যান্ডার (২৩), কেশব মহারাজ (৩৫), কাগিসো রাবাদারাও (২৬) লড়াই করেন। ডেল স্টেইন ১৬ রানে অপরাজিত থাকেন।
ভুবনেশ্বরের ৪ উইকেট, ২৮৬ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা, দিনের শেষে ভারত ২৮/৩
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jan 2018 02:33 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -