ডমিনিকা: টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে (Test Championship Final 2023) তাঁকে বাদ দেওয়া নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল। কোচ দ্রাবিড়, অধিনায়ক রোহিতের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। অজিদের বিরুদ্ধে ওভালে হারের পর টিম ম্য়ানেজমেন্টকে কাঠগড়ায় তোলা হয়েছিল যে টেস্টে বিশ্বের এক নম্বর বোলারকে কেন জাতীয় দলের একাদশে বাইরে রাখা হল এমন গুরুত্বপূর্ণ ম্য়াচে। ভেতরে ভেতরে ক্ষোভে ফুঁসছিলেন অশ্বিন (Ravichandran Aswin)। ওয়েস্ট ইন্ডিজের (India vs West Indies) বিরুদ্ধে প্রথম টেস্টেই তাই বুঝিয়ে দিলেন কেন তিনি বিশ্বের এক নম্বর বোলার। প্রথম ইনিংসে নিয়েছিলেন পাঁচ উইকেট। দ্বিতীয় ইনিংসে তুলে নিলেন ৭ উইকেট। ম্য়াচে মোট ১২ উইকেট। এক ম্যাচেই ভাঙলেন ৫টি রেকর্ড।
ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ইনিংসে সর্বাধিক ৫ বার তার বেশি শিকার
অশ্বিন ছুঁয়ে ফেললেন কিংবদন্তি ম্য়ালকম মার্শালকে। ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সর্বাধিক ৬ বার ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছিলেন মার্শাল। ক্যারিবিয়ান কিংবদন্তিকে ছুঁয়ে ফেললেন অশ্বিন। ডমিনিকা টেস্টে প্রথম ইনিংসে পাঁচ ও দ্বিতীয় ইনিংসে সাত উইকেট নিয়েছিলেন তিনি।
টেস্টে সর্বাধিক বার ১২ উইকেট ঝুলিতে
এক টেস্টে ১২ উইকেট ঝুলিতে। সর্বাধিক ৬ বার এই কৃতিত্ব অর্জন করলেন ভারতের এই অভিজ্ঞ অফস্পিনার। একমাত্র শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুরলিথরণ ৬ বার এই কৃতিত্ব টেস্টে অর্জন করেছেন। অশ্বিন টপকে গেলেন রঙ্গনা হেরাথকে।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে কোনও স্পিনারের সেরা বোলিং ফিগার
ডমিনিকা টেস্টে ১৫৬ রানের বিনিময়ে ১২ উইকেট নিয়েছেন অশ্বিন। কোনও স্পিনারের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে টেস্টে সেরা বোলিং ফিগার এটি। তিনি টপকে গেলেন সৈয়দ আজমলের ২০১১ সালে ১১১/১১-র রেকর্ডকে।
সর্বাধিক ১০ উইকেট ভারতের হয়ে
ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচের পর সর্বাধিক ৮ বার কোনও টেস্টে ১০ উইকেট বা তার বেশি ঝুলিতে পুরেছেন অশ্বিন। কুম্বলে একমাত্র ৮ বার ১০ উইকেট নিয়ে তালিকায় অশ্বিনের সঙ্গে যুগ্মভাবে শীর্ষে রয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি ভারতের
এই মুহূর্তে টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ান ডে মিলে অশ্বিনের উইকেট সংখ্যা ৭০৯। তিনি টপকে গেলেন হরভজন সিংহকে। সব ধরণের ফর্ম্যাট মিলিয়ে ৭০৭ উইকেট নিয়েছিলেন। অশ্বিনের আগে রয়েছেন শুধুমাত্র অনিল কুম্বলে। সব ধরণের ফর্ম্যাট মিলিয়ে ভারতীয় ক্রিকেটের জাম্বোর ঝুলিতে রয়েছে ৯৫৩ উইকেট।