জোহানেসবার্গ: এবারের দক্ষিণ আফ্রিকা সফরে অবশেষে প্রথম জয় পেল ভারত। আজ সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থ দিন দক্ষিণ আফ্রিকাকে রানে হারিয়ে দিল ভারত। ২৪১ রানের টার্গেট তাড়া করতে নেমে দ্বিতীয় ইনিংসে ১৭৭ রানে অলআউট হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। দিনের শুরুটা ভাল করলেও, তৃতীয় সেশনে মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমারদের দাপটে ফাফ দু প্লেসিদের ব্যাটিং লাইনআপে ধস নামল। মহম্মদ শামি পাঁচ উইকেট নিলেন। জসপ্রীত বুমরাহ ও ইশান্ত শর্মা দু’টি করে এবং ভুবনেশ্বর কুমার একটি উইকেট নিয়েছেন। ফলে সহজ জয় পেল ভারত। ডিন এলগার (৮৬) শেষপর্যন্ত লড়াই করেন। তিনি অপরাজিত থাকেন।
গতকাল খারাপ পিচের কারণ দেখিয়ে নির্ধারিত সময়ের আগেই খেলা শেষ করে দেন আম্পায়াররা। এরপর বিরাট কোহলি ও দু প্লেসির সঙ্গে আলোচনায় বসেন দুই আম্পায়ার ও ম্যাচ রেফারি। দীর্ঘ আলোচনার পর জানানো হয়, চতুর্থ দিন খেলা শুরু হবে। গতকাল রাতে বৃষ্টির জন্য আউটফিল্ড ভেজা থাকায় আজ অবশ্য আধ ঘণ্টা দেরিতে খেলা শুরু হয়। তবে বোলারদের সহায়ক পরিবেশ পেয়েও প্রথম সেশনে কোনও ফায়দা তুলতে পারেননি ভারতের বোলাররা। সেই সময় মনে হচ্ছিল, দক্ষিণ আফ্রিকা সহজেই জিতে যাবে। তবে তৃতীয় সেশনে ম্যাচের রং বদলে গেল। বল হাতে বিধ্বংসী মেজাজে দেখা গেল বাংলার পেসার শামিকে। গতকাল এইডেন মার্করামকে (৪) ফিরিয়েছিলেন শামি। আজ তিনি ফেরালেন ভেরনন ফিল্যান্ডার (১০), অ্যান্ডিল ফেলুকওয়ায়ো (০), মর্নি মর্কেল (০) ও লুঙ্গি এনগিডিকে (৪)। এলগারের সঙ্গে জুটিতে ১১৯ রান যোগ করা গড়া হাশিম আমলাকে (৫২) ফেরান ইশান্ত শর্মা। তিনি দু প্লেসিকেও (২) আউট করেন। বুমরাহ ফেরান এবি ডিভিলিয়ার্স (৬) ও কুইন্টন ডি কককে (০)। ভুবনেশ্বর ফেরান কাগিসো রাবাদাকে (০)।
শামির ৫ উইকেট, তৃতীয় টেস্টে ৬৩ রানে জয় ভারতের, সিরিজ ২-১
Web Desk, ABP Ananda
Updated at:
27 Jan 2018 04:14 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -