মুম্বই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় রান করতে ব্যর্থ হল ভারতীয় দল। ৪৯.১ ওভারে ২৫৫ রানে অলআউট হয়ে যায় ভারত। অধিনায়ক বিরাট কোহলি (১৬) ও সহ-অধিনায়ক রোহিত শর্মা (১০) বড় রান করতে পারলেন না। তিন নম্বরে ব্যাটিং করতে নামা লোকেশ রাহুল (৪৭) ও ওপেনার শিখর ধবনের (৭৪) জুটিতে ১২১ রান যোগ হওয়ার পরেও বিরাট, শ্রেয়স আয়াররা (৪) রানের গতি বাড়াতে পারেননি। ঋষভ পন্থ (২৮) ও রবীন্দ্র জাডেজা (২৫) কিছুটা লড়াই করলেও, দলকে নির্ভরতা দিতে পারেননি। শার্দুল ঠাকুর করেন ১৩ রান। শেষদিকে কুলদীপ যাদব (১৭) ও মহম্মদ শামি (১০) কিছুটা লড়াই করে দলের রান আড়াইশো পার করে দেন। অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক তিনটি এবং প্যাট কামিন্স ও কেন রিচার্ডসন দু’টি করে উইকেট নেন।


এদিন অস্ট্রেলিয়ার বোলাররা ভাল পারফরম্যান্স দেখান। তাঁরা কোনও সময়ই ভারতের ব্যাটসম্যানদের সহজে রান করার সুযোগ দেননি। ধবন ও রাহুলের জুটি ছাড়া কোনও সময়ই ভারতীয় দলের দাপট দেখা যায়নি। এই জুটি ভেঙে যাওয়ার পরেই নিয়মিত ব্যবধানে উইকেট নিতে থাকেন অস্ট্রেলিয়ার বোলাররা। আর কোনও জুটিই ভারতীয় দলকে ভরসা দিতে পারেনি। অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী। ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ, স্টিভ স্মিথ ছাড়াও আজই একদিনের আন্তর্জাতিকে অভিষেক হওয়া মার্নাস লাবুশানে আছেন। ফলে ভারতের বোলারদের কাজ কঠিন। দলকে জেতাতে গেলে শামিদের দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে হবে।