২০ ফেব্রুয়ারি আইপিএল নিলামে ৭৬ জন ক্রিকেটার
Web Desk, ABP Ananda | 03 Feb 2017 08:53 PM (IST)
নয়াদিল্লি: দশম আইপিএল-এর জন্য নিলাম হতে চলেছে চলতি মাসের ২০ তারিখ। এই নিলামে ২৮ জন বিদেশি সহ মোট ৭৬ জন ক্রিকেটারকে নিয়ে টানাটানি হবে। প্রথমে ঠিক ছিল, আগামীকাল এই নিলাম হবে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে বিসিসিআই প্রশাসনে আমূল রদবদল হওয়ার পরিপ্রেক্ষিতেই আইপিএল নিলাম পিছিয়ে গেল। বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএল-এর নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১৪৩.৩৩ কোটি টাকা খরচ করতে পারবে। প্রতিটি দলে ৯ জন বিদেশি সহ সর্বোচ্চ ২৭ জন ক্রিকেটার থাকবেন। কলকাতা নাইটরাইডার্সে এখন মাত্র ১৪ জন ক্রিকেটার আছেন। তাই মনে করা হচ্ছে, নিলামে বেশ কয়েকজন ক্রিকেটারকে দলে নেওয়ার চেষ্টা করবে কলকাতা।