কলকাতা: রাজ্যে করোনার লাগামছাড়া বারবাড়ন্তের কথা মাথায় রেখে বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে। ক্রীড়াক্ষেত্রেও তার প্রভাব পড়েছে। এবার বাতিল হয়ে গেল অষ্টম নেতাজি সুভাষ স্টেট গেম। বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের (bengal olympic association) তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে, ''আগামী ২৯ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলে চলা অষ্টম নেতাজি সুভাষ স্টেট গেম আপাতত স্থগিত রাখা হল। রাজ্য সরকারের নির্দেশিকার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের তরফে পরবর্তী নির্দেশিকা আসা পর্যন্ত এই প্রতিযোগিতা স্থগিতই রাখা হচ্ছে।'' উল্লেখ্য, হাওড়া ও কলকাতার বিভিন্ন ভেনুতে এই প্রতিযোগিতার ম্যাচগুলো আয়োজিত হওয়ার কথা।
গোটা দেশে হুড়হুড়িয়ে বাড়ছে করোনা (Corona)। নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বেগ তৈরি হচ্ছে সব মহলে। পরিস্থিতি সামাল দিতে রঞ্জি ট্রফি (Ranji Trophy) পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
গতবার করোনা পরিস্থিতির জন্যই রঞ্জি ট্রফি বন্ধ রেখেছিল বোর্ড। টুর্নামেন্টের ইতিহাসে প্রথমবার খেলা হয়নি রঞ্জি ট্রফি। তবে এবার ফের টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। ১৩ জানুয়ারি থেকে প্রথম পর্বের ম্যাচ শুরু হওয়ার অপেক্ষায় ছিলেন বিভিন্ন দলের ক্রিকেটারেরাও। যদিও দেশে করোনা পরিস্থিতি ফের উদ্বেগজনক হয়ে পড়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এমনকী, কয়েকটি দলেও ছড়িয়েছে সংক্রমণ।
বাংলা দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে সাতজনের করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছিল রবিবার রাতে। জরুরি পরিস্থিতিতে স্থানীয় ক্রিকেট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএবি (CAB)। করোনা আক্রান্ত হয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, কাজি জুনেইদ সইফি, প্রদীপ্ত প্রামাণিক, সুজিত যাদব, গীত পুরি ও স্পিন বোলিং কোচ সৌরাশিস লাহিড়ী। সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি।
সোমবার বিকেলে অভিষেক নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান যে, তাঁর শরীরে করোনার উপসর্গ রয়েছে। রাতের দিকে পোস্ট করে অভিষেক তাঁর সংক্রমিত হওয়ার খবর জানান। সেই সঙ্গে তাঁর সংস্পর্শে আসা সকলকে সতর্ক থাকার অনুরোধও করেন। মঙ্গলবার তাঁকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।