আবু ধাবি: এশিয়া কাপে সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করে ২৩৯ রানে অলআউট হয়ে গেল বাংলাদেশ। মাত্র ১২ রানে ৩ উইকেট হারানোর পর মুশফিকুর রহিম (৯৯) ও মহম্মদ মিঠুনের (৬০) দুরন্ত লড়াইয়ের সুবাদে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পাকিস্তানের হয়ে দুর্দান্ত বোলিং করেন জুনেইদ খান। তিনি ১৯ রান দিয়ে ৪ উইকেট নেন।


ভারত আগেই ফাইনালে উঠে গিয়েছে। এই ম্যাচে যে দল জিতবে, তারাই ফাইনালে যাবে। ফলে এই ম্যাচটি কার্যত সেমিফাইনালে পরিণত হয়েছে। সেই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স দেখালেন মুশফিকুর। তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি। মাত্র এক রানের জন্য শতরান হারালেও, দুরন্ত লড়াই করে দর্শকদের মন জয় করলেন মুশফিকুর। মিঠুন যোগ্য সঙ্গত করেন। পাকিস্তানের হয়ে জুনেইদের পাশাপাশি ভাল বোলিং করেন শাহিন আফ্রিদি ও হাসান আলি। তাঁরা দু’টি করে উইকেট নেন। শাদাব খান একটি উইকেট নেন।