নয়াদিল্লি: বিশ্বকাপের জন্য ভারতীয় দলে দ্বিতীয় উইকেটকিপার হিসাবে ঋষভ পন্থ নয়, নির্বাচকেরা আস্থা রেখেছেন দীনেশ কার্তিকের উপর। যা দেখে কিছুটা বিস্মিত সুনীল গাওস্কর।
কিংবদন্তি ব্যাটসম্যান বলেছেন, 'পন্থ যেরকম ফর্মে রয়েছে, তাতে এই নির্বাচনে আমি কিছুটা অবাকই হয়েছি। পন্থ যে শুধু চলতি আইপিএলে দারুণ ব্যাট করছে তাই নয়, এই টুর্নামেন্টের আগেও ছন্দে ছিল। পাশাপাশি উইকেটকিপার হিসাবেও ও অনেক উন্নতি করেছে। দলে ও থাকা মানে ব্যাটিং অর্ডারের প্রথম ছয়ের মধ্যে একজন বাঁহাতি ব্যাটসম্যানের বিকল্প বেড়ে যাওয়া। যেটা যে কোনও বোলিং আক্রমণের বিরুদ্ধে কার্যকরী হয়ে উঠতে পারে। বোলারদের লাইন পাল্টাতে হয়। প্রতিপক্ষ অধিনায়ককেও বাঁহাতি ব্যাটসম্যানের জন্য ফিল্ডিং বদলাতে হয়।'
চলতি আইপিএলে এখনও পর্যন্ত ২৪৫ রান করেছেন পন্থ। কার্তিক যেখানে মাত্র ১১১ রান করেছেন। তবে উইকেটকিপার হিসাবে যে কার্তিক এগিয়ে, মেনে নিয়েছেন গাওস্কর। বলেছেন, 'ধরা যাক বিশ্বকাপ চলাকালীন কোনও এক সকালে জানা গেল ধোনির জ্বর হয়েছে এবং খেলতে পারবে না। তখন দলে এমন একজনকে লাগবে যে উইকেটকিপার হিসাবে ভাল। আমার মনে হয় উইকেটরক্ষার দক্ষতার জন্যই পন্থকে পেরিয়ে কার্তিক জায়গা পেল।'
বিজয় শঙ্কর অন্তর্ভুক্ত হওয়ায় দলে ভারসাম্য বাড়বে বলেও মনে করেন গাওস্কর। 'গত এক বছরে অনেক উন্নতি করেছে শঙ্কর। আত্মবিশ্বাসও বেড়েছে। ও খুব কার্যকরী ক্রিকেটার। খুব ভাল ব্যাটসম্য়ান, কার্যকরী বোলার আর অসাধারণ ফিল্ডার,' বলেছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক।
বিশ্বকাপের দলে পন্থ সুযোগ না পাওয়ায় কিছুটা অবাকই হয়েছি, মন্তব্য গাওস্করের
Web Desk, ABP Ananda
Updated at:
15 Apr 2019 05:20 PM (IST)
বিজয় শঙ্কর অন্তর্ভুক্ত হওয়ায় দলে ভারসাম্য বাড়বে বলেও মনে করেন গাওস্কর
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -