তিরুবনন্তপুরম: এক মন্দিরে পুজো দিতে এসে  ‘তুলাভরম’ প্রথা পালন করতে গিয়ে মাথায় আঘাত পেলেন তিরুবনন্তপুরমের কংগ্রেস প্রার্থী শশী তারুর। গত দুইবার এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন তিনি। এবার তাঁর লক্ষ্য হ্যাটট্রিক। দলীয় সূত্রে খবর, তারুরের মাথায় চোট লেগেছে। ছটি সেলাই করতে হয়েছে। ওজন যন্ত্রের হুক তাঁর মাথায় পড়লে এই দু্র্ঘটনা ঘটে। তারুরের পায়েও সামান্য চোট লেগেছে।

‘তুলাভরম’ প্রথা অনুসারে, কোনও ব্যক্তির ওজন ফুল, দানাশস্য, ফলের মতো জিনিসপত্র দিয়ে করা হয়। এর সমান মূল্য বা সামগ্রী মন্দিরে দান হিসেবে দিতে হয়।

আজ মলায়লম নতুন বছর (বিশু) উপলক্ষ্যে প্রচারে বেরিয়ে সকালে দেবী মন্দিরে এই প্রথা পালন করেন তারুর। তাঁর সঙ্গে ছিলেন পরিবারের সদস্য ও বিধায়ক ভিএস শিবকুমার সহ দলের সমর্থকরা।

তারুর একদিকের পাল্লায় বসেছিলেন। সেই সময় ওজন যন্ত্রের হুক ছিঁড়ে তাঁর মাথায় পড়ে। সঙ্গে সঙ্গে তাঁরে ত্রিবান্দ্রম মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়।




টেলিভিশন চ্যানেলগুলিতে মাথায় ব্যান্ডেজ সহ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে গাড়িতে বসে রয়েছেন। তাঁর কুর্তাতে রক্তের ছাপও ছিল স্পষ্ট।