বেঙ্গালুরু: আইপিএল খেলতে ব্যস্ত তিনি। কিন্তু এরমধ্যেই সোশ্যাল মিডিয়ায় মাতৃদিবস নিয়ে পোস্ট করলেন বিরাট কোহলি। বরবারই নিজের মায়ের প্রতি ভালবাসা ব্যক্ত করে এসেছেন প্রাক্তন ভারত অধিনায়ক এর আগে। এবারও বিশেষ দিনে আবেগঘন পোস্ট দেখা গেল কিংগ কোহলির থেকে। তবে শুধু নিজের মা-কেই নয়। এবার মা, শ্বাশুড়ির সঙ্গে অনুষ্কা ও ভামিকার একটি ছবিও পোস্ট করেছেন বিরাট। যে পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়।
আরসিবির প্রাক্তন অধিনায়কের এই পোস্ট মন জয় করে নিয়েছে সবার। অনেকেই লিখেছেন যে, ''আপনার মা খুবই ভাগ্যবতী যে তাঁর সন্তানের নাম কিংগ কোহলি।'' আবার অনেকেই বিরাটের মায়ের প্রশংসা করে লিখেছেন, ''ইনি একজন রানী যিনি একজন কিং-য়ের জন্ম দিয়েছেন।''
আজ রাজস্থানের বিরুদ্ধে নামছেন বিরাটরা
আইপিএলের (IPL 2023) গত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১৯৯ রান তুলেও ম্যাচ জিততে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। আপাতত ১১ ম্যাচের মধ্যে ছয়টি জয়ের সুবাদে ১০ পয়েন্ট রয়েছে আরসিবির (RCB) দখলে। প্লে-অফে নিজেদের জায়গা পাকা করতে তাই বাকি সবকয়টি ম্যাচই জিততে হবে আরসিবিকে। সেই উদ্দেশ্যেই রবিবার রাজস্থানের ঘরের মাঠেই রাজস্থান রয়্য়ালসের (Rajasthan Royals) বিরুদ্ধে মাঠে নামতে চলেছেন বিরাট কোহলি। অপরদিকে, রাজস্থানেরও প্লে-অফের স্থান এখনও পাকা নয় তাঁরা গত ম্যাচ জিতলেও, তাঁদেরও প্লে-অফে পৌঁছতে বাকি দুই ম্যাচ জিততেই হবে। তাই ক্রিকেটপ্রেমীরা রবিবাসরীয় বিকেলে এক হাড্ডাহাড্ডি লড়াই দেখার আশা করতেই পারেন।
এই ম্যাচে দুই দলের দুই তারকা ওপেনিং জুটির দিকে বিশেষ নজর থাকবে। রাজস্থান ওপেনার যশস্বী জয়সওয়াল বিগত পাঁচ ম্যাচে দুইটি শতরান ও একটি অর্ধশতরান করেছেন। তাঁর দিকে নজর থাকাটা স্বাভাবিক। তাঁর ওপেনিং জুড়িদার জস বাটলার বরাবরই আরসিবির বিরুদ্ধে ভাল খেলেন। আইপিএল ইতিহাসে তাঁর আরসিবির বিরুদ্ধে মোট ৪০০-র ওপর রান করার কৃতিত্ব রয়েছে। অপরদিকে, আরসিবি অধিনায়ক ফাফ ডুপ্লেসি চলতি টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। তাঁর ও যশস্বীর মধ্যে মাত্র এক রানের পার্থক্য রয়েছে। তাই অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকা দুই তারকাই বড় রান করতে আগ্রহী হবে। আর বিরাট কোহলির দিকে সবসময়ই নজর থাকে। যে দলের ওপেনাররা এই ম্যাচে বেশি ভাল পারফর্ম করবেন, সেই দলের জয়ের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে।