নয়াদিল্লি: অধিনায়ক হওয়ার পর ইতিমধ্যেই অনেক সাফল্য পেয়েছেন বিরাট কোহলি। তাঁর নেতৃত্বে টানা ১৯ টেস্টে অপরাজিত ছিল ভারতীয় দল। পুণেতে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার কাছে হারের ফলে ভারতের অপরাজিত দৌড় থেমেছে। সেই সঙ্গেই প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির একটি রেকর্ড স্পর্শ করা বা ভাঙার সুযোগ হারিয়েছেন বিরাট। অধিনায়ক ধোনি কোনওদিন ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচে হারেননি। তাঁর নেতৃত্বে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আটটি টেস্ট ম্যাচ জিতেছিল ভারত। সেই রেকর্ড গড়া সম্ভব নয় বিরাটের পক্ষে।

ধোনির নেতৃত্বে ২০০৮-০৯ সালে চার টেস্টের সিরিজে অস্ট্রেলিয়াকে ২-০ হারায় ভারত। ২০১০-১১ সালের সিরিজেও একই ফল হয়। ২০১২-১৩ সালে চার টেস্টের সিরিজে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করে ভারত।

চলতি সিরিজে তিনটি টেস্ট বাকি আছে। ভারতীয় দল শেষপর্যন্ত সিরিজ জিতবে বলে আশাবাদী সচিন তেন্ডুলকর, বীরেন্দ্র সহবাগরা।