নয়াদিল্লি: আন্তর্জাতিক টি ২০ তে নয়া রেকর্ড অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের। নিজেরই রেকর্ড ভেঙে দিলেন অজি অধিনায়ক। আন্তর্জাতিক টি ২০ তে সবচেয়ে বেশি ব্যক্তিগত রানের ইনিংসের রেকর্ড দখলে ছিল ফিঞ্চেরই। এবার ৭৬ বলে ১৭২ রানের ইনিংস খেললেন তিনি।
টি ২০ তে সর্বোচ্চ স্কোর ক্রিস গেইলের অপরাজিত ১৭৫ রান। সেই রেকর্ডও আর একটুর জন্য অক্ষত থেকে গেল। ২০১৪-র আইপিএলে ওই স্কোর করেছিলেন গেইল। দুর্ভাগ্যবশত একটি ওয়াইডার ডেলিভারি খেলতে গিয়ে ১৭২ রানে আউট হয়ে গেলেন ফিঞ্চ।
২০১৩-তে ইংল্যান্ডের বিরুদ্ধে সাউদাম্পটনে ১৫৬ রানের ইনিংস খেলেছিলেন ফিঞ্চ। সেইসঙ্গে প্রথম উইকেটে ডি আরসি শর্টের সঙ্গে জুটিতে ২০০-র বেশি রান করেন। এই প্রথম টি ২০ ক্রিকেটে ২০০-র বেশি রানের পার্টনারশিপ হল।

ফিঞ্চের বিধ্বংসী ইনিংসে ভর করে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবোয়ের বিরুদ্ধে অস্ট্রেলিয়া করে ২ উইকেটে ২২৯ রান। পাহাড় প্রমাণ লক্ষ্য সামনে রেখে খেলতে শুরু করে জিম্বাবোয়ে ৯ উইকেটে ১২৯ রান করে।
ফিঞ্চের এই ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট মহল। সোশ্যাল মিডিয়ায় প্রশংসার জোয়ারে ভাসছেন ফিঞ্চ।