টি ২০ তে সর্বোচ্চ স্কোর ক্রিস গেইলের অপরাজিত ১৭৫ রান। সেই রেকর্ডও আর একটুর জন্য অক্ষত থেকে গেল। ২০১৪-র আইপিএলে ওই স্কোর করেছিলেন গেইল। দুর্ভাগ্যবশত একটি ওয়াইডার ডেলিভারি খেলতে গিয়ে ১৭২ রানে আউট হয়ে গেলেন ফিঞ্চ।
২০১৩-তে ইংল্যান্ডের বিরুদ্ধে সাউদাম্পটনে ১৫৬ রানের ইনিংস খেলেছিলেন ফিঞ্চ। সেইসঙ্গে প্রথম উইকেটে ডি আরসি শর্টের সঙ্গে জুটিতে ২০০-র বেশি রান করেন। এই প্রথম টি ২০ ক্রিকেটে ২০০-র বেশি রানের পার্টনারশিপ হল।
ফিঞ্চের বিধ্বংসী ইনিংসে ভর করে ত্রিদেশীয় সিরিজে জিম্বাবোয়ের বিরুদ্ধে অস্ট্রেলিয়া করে ২ উইকেটে ২২৯ রান। পাহাড় প্রমাণ লক্ষ্য সামনে রেখে খেলতে শুরু করে জিম্বাবোয়ে ৯ উইকেটে ১২৯ রান করে।
ফিঞ্চের এই ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট মহল। সোশ্যাল মিডিয়ায় প্রশংসার জোয়ারে ভাসছেন ফিঞ্চ।