ডারবান: আসন্ন বিশ্বকাপে (World Cup 2023) হট ফেভারিট কারা? নব্বই শতাংশ মানুষই বলবেন যে ভারত (Indian Cricket Team)। নিজেদের ঘরের মাঠে, চেনা পরিবেশে, চেনা সমর্থকদের সামনে খেলতে নামবেন রোহিত বাহিনী। ২০১১ বিশ্বকাপে ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে নেমে জয় ছিনিয়ে নিয়েছিল মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) নেতৃত্বাধীন ভারতীয় দল। এবার ফের একবার সেই সুযোগ। রোহিতের নেতৃত্বেও কি বিশ্বজয় করতে পারবে ভারতীয় দল? উত্তর হয়ত সময়ই দেবে। তবে প্রাক্তন প্রোটিয়া তারকা ব্যাটার এবি ডিভিলিয়ার্স মনে করেন যে দেশের মাটিতে খেলাটা কোথাও চাপ তৈরি করতে পারে রোহিত ব্রিগেডের ওপর।
নিজের ইউটিউব চ্যানেলে আরসিবির প্রাক্তন এই ক্রিকেটার বলেন, ''বিশ্বকাপের জন্য যে ভারতীয় স্কোয়াড ঘোষণা করা হয়েছে, তা সত্যিই শক্তিশালী ভীষণ। রোহিত শর্মা অধিনায়ক হিসেবে খেলবেন। হার্দিক পাণ্ড্য সহ অধিনায়ক হিসেবে খেলবেন। নিঃসন্দেহে এবারের টুর্নামেন্টে অন্যতম ফেভারিট দল টিম ইন্ডিয়া।" এরপরই ডিভিলিয়ার্স আরও বলেন, ''শেষবার যখন ভারতীয় দল বিশ্বকাপ জিতেছিল, তখন একটা আলাদা চাপ ছিল ওদের ওপর। আমি বলব যে চাপ অনুভব করতে না একদমই। এই একটি বিষয়ই একটু ভাবার রয়েছে। কারণ প্রত্যাশার চাপ থাকবেই। তবে কোথায় খেলা হচ্ছে, এই সব নিয়ে বেশি মাথা ঘামালেই চাপ। এগুলো কখনওই আমাদের কারও হাতে থাকে না। ভারতীয় দল যদি এই চাপটা সামলে নিতে পারে, তাহলে তারা টু্র্নামেন্টে অনেক দূর যাবে। এমনকী ট্রফিও জিততে পারে।''
আসন্ন টুর্নামন্টে ভারতীয় দলে রয়েছেন সূর্যকুমার যাদবও। ডানহাতি এই ব্যাটারকেও পরামর্শ দিচ্ছেন এবিডি। তিনি বলেন, ''সবাই জানে যে আমি সূর্যকুমারের বিরাট ভক্ত। আমি যেভাবে খেলি, ওর খেলার ধরণটা অনেকটা তেমনই। টি-টোয়েন্টিতে সূর্য ভীষণভাবে সফল। ওয়ান ডে ফর্ম্যাটে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি সূর্য। আমি বলব যে পুরোটাই মানসিকতার। ওকে বিশ্বকাপের স্কোয়াডে দেখে ভীষণ খুশি হয়েছিল। আমি নিশ্চিত যে সুযোগ পেলে ও তা কাজে লাগাবেই।''
দলের সঙ্গে যোগ দিলেন বুমরা
এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলেই তিনি দেশে ফিরেছিলেন। ভারতীয় শিবির থেকে বলা হয়েছিল, ব্যক্তিগত কারণে দেশে ফিরেছেন যশপ্রীত বুমরা। পরে জানা গিয়েছিল আসল কারণ। যশপ্রীত বুমরা নিজেই জানিয়েছিলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঘোষণা করেছিলেন যে, বাবা হয়েছেন তিনি। তাঁর স্ত্রী সঞ্জনা পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সন্তান জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচ খেলেই দেশে ফিরেছিলেন ডানহাতি পেসার। নেপালের বিরুদ্ধে ম্যাচে তাঁকে পায়নি ভারতীয় দল।
রবিবার কলম্বোয় সুপার ফোরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের চ্যালেঞ্জ সামলানোর আগে অবশ্য স্বস্তিতে ভারতীয় শিবির। কারণ, ভারত থেকে শ্রীলঙ্কায় ফিরে দলে যোগ দিয়েছেন যশপ্রীত বুমরা। কলম্বোয় তিনি প্র্যাক্টিসও করেছেন। পাকিস্তানের বিরুদ্ধে দলের সেরা পেসারকে নিয়েই নামতে পারবে টিম ইন্ডিয়া।