হ্যামিলটন: টানটান উত্তেজনার মধ্যে এক বল বাকি থাকতে সিরিজের প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। জয়ের নায়ক কুইন্টন ডি কক (৬৯), হাশিম আমলা (৩৫) ও এবি ডিভিলিয়ার্স (৩৫ অপরাজিত)।
বৃষ্টির জন্য এই ম্যাচে ওভার সংখ্যা কমে হয় ৩৪। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২০৭ রান করে নিউজিল্যান্ড। ৫৯ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ক্রিস মরিস ৪ উইকেট নেন।
রান তাড়া করতে নেমে শুরুটা অসাধারণ করেন আমলা ও ডি কক। এরপর মিডল অর্ডার ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও, ডিভিলিয়ার্স শেষপর্যন্ত অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এক বল বাকি থাকতে জয় দক্ষিণ আফ্রিকার
Web Desk, ABP Ananda
Updated at:
19 Feb 2017 05:46 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -