নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে এক বল বাকি থাকতে জয় দক্ষিণ আফ্রিকার
Web Desk, ABP Ananda | 19 Feb 2017 05:46 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
হ্যামিলটন: টানটান উত্তেজনার মধ্যে এক বল বাকি থাকতে সিরিজের প্রথম একদিনের ম্যাচে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারিয়ে দিল দক্ষিণ আফ্রিকা। জয়ের নায়ক কুইন্টন ডি কক (৬৯), হাশিম আমলা (৩৫) ও এবি ডিভিলিয়ার্স (৩৫ অপরাজিত)। বৃষ্টির জন্য এই ম্যাচে ওভার সংখ্যা কমে হয় ৩৪। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২০৭ রান করে নিউজিল্যান্ড। ৫৯ রান করেন অধিনায়ক কেন উইলিয়ামসন। ক্রিস মরিস ৪ উইকেট নেন। রান তাড়া করতে নেমে শুরুটা অসাধারণ করেন আমলা ও ডি কক। এরপর মিডল অর্ডার ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেও, ডিভিলিয়ার্স শেষপর্যন্ত অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।