পঞ্জাবের ব্যাটিংয়ের সময় আরসিবি যখন ফিল্ডিং করছিল, তখন মাইক্রোফোনে ধরা হয় ডিভিলিয়ার্সকে। ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জেরেকরের প্রশ্নের জবাবে ডিভিলিয়ার্স বলেন, ‘আমি নিজেই বিস্মিত। এটা অনেক বেশি মানসিক ব্যাপার ছিল। এমন নয় যে, তুমি রাতারাতি খারাপ খেলোয়াড় হয়ে যাবে। যে প্রতিবন্ধকতা ছিল তা হল আত্ম-সংশয়। যেটা বিগত কয়েকদিন ধরে আমার মনে ছিল। ম্যাচে নামার আগেও আমার মধ্যে সংশ্য় ছিল। তাই ম্যাচের আগে আমি আমার স্ত্রীকে ফোন করলাম। ও তখন আমার ছেলের পাশে ঘুমোচ্ছিল। আমি ওর পরামর্শ চাইতে ও কয়েক মিনিট পর ফোন করছে বলে জানাল।পরেও ফোনে আমার পাশেই দাঁড়াল এবং শান্ত থাকতে বলল। আরও বলল যে, ও আগামীকাল আসছে। আমার মনে হয় ওটাই অনুপ্রেরণা। আর মাঠে নেমে যা হল তাতে আমি নিজেই বিস্মিত। দারুন কয়েকটা শট খেলেছি’।
পঞ্জাবের বিরুদ্ধে দ্বিতীয় ওভারে ব্যাট করতে নামেন এবি। প্রথমেই কয়েকটি উইকেট হারানোর পর চাপে ছিল আরসিবি। ওই অবস্থায় প্রথম দিকে একটু রক্ষণাত্মক থাকলেও পরে খোলস ছেড়ে বেরিয়ে আসেন তিনি।