নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্সের প্রশংসা বরাবরই শোনা যায় ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির মুখে। তিনি বলেন, এবি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় এবং এ কথা বারেবারেই তিনি প্রমাণ করেছেন। শুধু কোহলিই নন, সারা বিশ্বের ক্রিকেট মহলই ডিভিলিয়ার্সের ব্যাটিং দক্ষতার অনুরাগী। কিন্তু টেস্ট ম্যাচে আর বেশিদিন দেখা নাও যেতে পারে ডিভিলিয়ার্সকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগামী চার ম্যাচের টেস্ট সিরিজই হতে পারে তাঁর শেষ সিরিজ।
২০১৬-তে চোট পাওয়ার পর তার প্রভাব ডিভিলিয়ার্সের কেরিয়ারে পড়েছে। গত বছর মাত্র একটি টেস্ট খেলেছেন তিনি। ২০১৬-তে অস্ট্রেলিয়া সফরের আগে চোট পাওয়ার পর জল্পনা ছড়িয়েছিল যে, এবার হয়ত শুধু টেস্টই খেলবেন ডিভিলিয়ার্স।
চোট সারিয়ে ওঠার পর এবি হোম সিরিজে খেলার প্রস্তুতি শুরু করেন। দলে প্রত্যাবর্তন নিয়ে এক বছর আগে তিনি বলেছিলেন যে, ঘরের মাঠে আগামী ৮ টি টেস্টই তাঁর লক্ষ্য। প্রথম চারটি টেস্ট ইতিমধ্যেই ভারতের বিরুদ্ধে খেলেছেন তিনি। এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ।
মনে করা হচ্ছে, টেস্ট ক্রিকেটের ধকল সামলানোর জন্য প্রয়োজনীয় ফিটনেস ধরে রাখাটা সমস্যার হতে পারে ডিভিলিয়ার্সের। সেজন্য সম্পূর্ণ মনঃসংযোগ তিনি ২০১৯-র বিশ্বকাপের দিকেই দিতে পারেন।
যদিও এ ব্যাপারে ডিভিলিয়ার্সের পক্ষ থেকে কোনও মন্তব্যই করা হয়নি।