নয়াদিল্লি: দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক ও বিধ্বংসী ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স আগামী মরশুমে আইপিএলে খেলবেন কিনা, তা খোলসা করলেন। যেদিন তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসর ঘোষণা করেন, সেদিনই জানিয়েছিলেন যে, টাইটানসের হয়ে খেলবেন। তবে আইপিএলে খেলা সম্পর্কে কিছু বলেননি। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর বেশ কিছুদিন পর মিস্টার ৩৬০ ডিগ্রি আইপিএলে খেলার ব্যাপারে তাঁর সম্মতির কথা জানালেন। জানালেন, আরও কয়েক বছর আইপিএলে খেলবেন তিনি।
ডিভিলিয়ার্স বলেছেন, আমি আরও কয়েক বছর আইপিএলে খেলব, টাইটানসের হয়েও খেলতে চাই এবং তরুণ ক্রিকেটারদের সাহায্য করতে চাই। তবে এ ব্যাপারে পাকাপোক্ত কোনও পরিকল্পনা এখনও তার নেই। সারা বিশ্ব থেকেই বিভিন্ন প্রস্তাব রয়েছে। এ ব্যাপারে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর গুরুত্বপূর্ণ খেলোয়াড় ডিভিলিয়ার্স। বেঙ্গালুরু গত মরশুমে অধিনায়ক বিরাট কোহলি ও সরফরাজ খানের সঙ্গে তাঁকে রিটেন করেছিল। আইপিএলে ১৪১ ম্যাচ খেলে ৩৯৫৩ রান করেছেন ডিভিলিয়ার্স। গড় ৩৯.৫৩। তাঁর স্টাইক রেট টুর্নামেন্টে সবচেয়ে সেরা- ১৫০.৯৩।
আইপিএলে খেলবেন কিনা, খোলসা করলেন ডিভিলিয়ার্স
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Jul 2018 01:22 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -