কলকাতা: গাড়ি দুর্ঘটনার পর প্রাণশঙ্কা কাটিয়ে উঠলেও, ঋষভ পন্থের (Rishabh Pant) চোট এখনও সারেনি। আইপিএলে (IPL 2023) দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) হয়ে মাঠে নামতে পারবেন না ভারতীয় দলের তারকা ব্যাটার। তাঁর বদলি হিসাবে বাংলার তরুণ ক্রিকেটার অভিষেক পোড়েলকে (Abhishek Porel) যে ক্যাপিটালস দলে নিতে চলেছে তা কার্যত নিশ্চিত। বাংলার তরুণ ক্রিকেটার কিন্তু অল্প কয়েকদিনেই ঘরোয়া ক্রিকেটে নিজের আগ্রাসী ব্যাটিংয়ে এক আলাদাই পরিচয় গড়ে তুলেছেন।
দাদা ঈশান অনুপ্রেরণা
২০ বছর বয়সি অভিষেক পোড়েলের ক্রিকেটের প্রতি ভালবাসা জন্মায় তাঁর দাদা ঈশান পোড়েলকে দেখে। ঈশান ভারতীয় অনূর্ধ্ব-১৯ বিশ্বজয়ী দলের সদস্য ছিলেন। ভাই অভিষেক অল্পের জন্য বিশ্বকাপ দলে জায়গা পাননি বটে, তবে তিনি দলের রিজার্ভে ছিলেন। অবশ্য বিশ্বকাপের পরপরই বাংলা সিনিয়র দলে সুযোগ পেয়ে যান অভিষেক। ২০২২ সালের ১৭ ফেব্রুয়ারি বরোদার বিপক্ষে নিজের রঞ্জি অভিষেক ঘটান তিনি।
চন্দননগরের পোড়েল পরিবারের ঈশান আগেই আইপিএলে খেলেছেন। এবার বাংলার আইকন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) হাত ধরে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে মাঠে কাঁপাতে দেখা যাবে অভিষেককেও। লুভনিথ সিসোদিয়া, শেল্ডন জ্যাকসন ও বিবেক সিংহও পন্থের বদলি হিসাবে দিল্লি দলে সুযোগ পাওয়ার দৌড়ে ছিলেন বটে, তবে তাঁদের পিছনে ফেলে অভিষেকই সুযোগটা লুফে নিলেন। কলকাতায় অনুশীলন ক্য়াম্পের পর দিল্লিতে সপ্তাহখানেক চলা ক্যাপিটালসের অনুশীলনে প্রভাবিত করেই দলে সুযোগ করে নেন অভিষেক। অবশ্য স্রেফ পরিসংখ্যানগত দিক থেকে দেখতে গেলে অভিষেকের রেকর্ড কিন্তু একেবারেই তেমন আহামরি নয়। এ বছর ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুস্তাক আলিতে তিন ইনিংসে মাত্র ২২ করেছিলেন অভিষেক, সর্বোচ্চ ২০।
অভিষেকের রেকর্ড
প্রথম শ্রেণির ক্রিকেটে অবশ্য ইতিমধ্যেই নিজের দক্ষতার প্রদর্শন করেছেন অভিষেক। ১৬ ম্যাচে ৩০.২১ গড়ে ৬৯৫ রান করেছেন অভিষেক। ২৬ ইনিংসে ইতিমধ্যেই ছয়টি অর্ধশতরানও হাঁকিয়ে ফেলেছেন অভিষেক। ৭৩ রানের ইনিংস প্রথম শ্রেণিতে তাঁর সর্বোচ্চ স্কোর। অবশ্য শুরুর দিকে পোড়েল সুযোগ নাও পেতে পারেন। শোনা যাচ্ছে সরফরাজ খানকে এ মরসুমে দিল্লির হয়ে কিপিং করতে দেখা যাবে। অনুশীলনেও কিন্তু তাঁকে দস্তানা হাতে দেখা গিয়েছিল। সুযোগ পেলে অভিষেক পোড়েল কেমন পারফর্ম করেন সেইদিকে কিন্তু বাংলার ক্রিকেট সমর্থকদের নজর থাকবে।
আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় নিজের মার্কশিট আপলোড করে হতাশা প্রকাশ করলেন কোহলি, কিন্তু কেন?