রাওয়ালপিন্ডি: ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্ট ও একদিনের আন্তর্জাতিকে অভিষেক ম্যাচেই শতরানের রেকর্ড গড়লেন পাকিস্তানের ওপেনার আবিদ আলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে তিনি ১০৯ রান করে অপরাজিত থাকেন। এ বছরের মার্চেই তাঁর একদিনের আন্তর্জাতিকে অভিষেক হয়। দুবাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে ১১২ রান করেন তিনি। এবার টেস্টেও অভিষেকেই শতরান করলেন।


১৯৭১ সালের জানুয়ারি থেকে একদিনের আন্তর্জাতিক শুরু হয়েছে। এখনও পর্যন্ত মাত্র ১৫ জন ব্যাটসম্যান অভিষেক ম্যাচেই শতরান করেছেন। তাঁদের অন্যতম আবিদ। তাঁর আগে পাকিস্তানের ১০ জন ব্যাটসম্যান টেস্টে অভিষেক ম্যাচেই শতরান করেন। তবে তাঁরা কেউই একদিনের আন্তর্জাতিকেও অভিষেক ম্যাচেই শতরান করতে পারেননি। সেই কৃতিত্ব একমাত্র আবিদের।