চেন্নাই: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে বিতর্ক বাঁধল একটি রান আউটকে কেন্দ্র করে। যা নিয়ে ম্যাচের পর ভারত অধিনায়ক বিরাট কোহলি পর্যন্ত বলে দিলেন, এমন ঘটনা তিনি ক্রিকেট মাঠে কোনও দিন দেখেননি!
ঘটনাটি ভারতের ইনিংসের ৪৮তম ওভারের। কিমো পলের বল মিড উইকেটে ঠেলে সিঙ্গলস নেন জাডেজা। উল্টো দিক থেকে ছুটে এসে রান সম্পূর্ণ করেন শিবম দুবে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রস্টন চেজ বলটি কুড়িয়ে স্টাইকিং এন্ডে ছুড়েছিলেন। বলটি সরাসরি স্টাম্পে লাগে। তবে ওয়েস্ট ইন্ডিজের কেউই সেভাবে আবেদন করেননি। চেজ হাল্কা আবেদন করলেও আম্পায়াররা প্রতিক্রিয়া দেননি। বিশেষ করে আম্পায়ার শন জর্জ বেশ কাছ থেকে দেখেন গোটা ঘটনাটি।
ঘটনা নাটকীয় মোড় নেয় এরপর। মাঠের জায়ান্ট স্ক্রিনে রিপ্লে দেখানোর সময় দেখা যায়, বল লেগে বেল ভাঙার সময় জাডেজা ক্রিজে পৌঁছতে পারেননি। সেটা দেখেই ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কায়রন পোলার্ড তৃতীয় আম্পায়ারের সাহায্য নেওয়ার জন্য মাঠের আম্পায়ারদের কাছে আবেদন করেন। মাঠের আম্পায়াররা ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে জানতে চান এত পরে তাঁরা তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হতে পারেন কি না। বুন সম্মতি দিতেই তৃতীয় আম্পায়ারের সাহায্য চাওয়া হয়। জাডেজাকে আউট দেওয়া হয়।
বাউন্ডারির ধারে দাঁড়িয়ে থাকা কোহলির চোখেমুখে তখন ক্ষোভ। ডাগ আউটে বসে বিরক্তি প্রকাশ করতে দেখা যায় ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রীকেও।
পরে কোহলি বলেন, ‘ব্যাপারটা তো খুব পরিষ্কার। ফিল্ডার জিজ্ঞেস করেছে হাউ ইজ দ্যাট আর আম্পায়ার বলেছেন নট আউট। সেখানেই সব প্রশ্নের শেষ হওয়া উচিত। বাইরে বসে কেউ টিভিতে দেখে ক্রিকেটারদের বলতে পারে না তখন রিভিউ চাইতে। ক্রিকেট মাঠে কোনওদিন এই ঘটনা দেখিনি। আমি জানি না নিয়ম কী বলছে। আমার মনে হয় ম্যাচ রেফারি ও আম্পায়ারদের ঘটনাটি আবার দেখা উচিত। ক্রিকেটে কী করা যেতে পারে সেটা ঠিক করতে হবে। মাঠের বাইরে বসে থাকা কেউ কখনও বলে পারে না কী করতে হবে।’
জাডেজার রান আউট নিয়ে বিতর্ক, ক্রিকেট মাঠে এ জিনিস দেখিনি, মন্তব্য ক্ষুব্ধ বিরাটের
Web Desk, ABP Ananda
Updated at:
16 Dec 2019 12:13 AM (IST)
কিমো পলের বল মিড উইকেটে ঠেলে সিঙ্গলস নেন জাডেজা। উল্টো দিক থেকে ছুটে এসে রান সম্পূর্ণ করেন শিবম দুবে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার রস্টন চেজ বলটি কুড়িয়ে স্টাইকিং এন্ডে ছুড়েছিলেন। বলটি সরাসরি স্টাম্পে লাগে। তবে ওয়েস্ট ইন্ডিজের কেউই সেভাবে আবেদন করেননি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -