সৌমিত্র কুমার রায়, কলকাতা: ব্রিগেড সমাবেশের জন্য ১০ মার্চ কলকাতার যুবভারতী স্টেডিয়ামে হবে না আইএসএল-এর ডার্বি। শুক্রবার বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে ডার্বি আয়োজক ইস্টবেঙ্গল (East Bengal FC) কর্তাদের এমনটাই জানানো হয়েছে। আজ পুলিশের সঙ্গে বৈঠক ছিল ইস্টবেঙ্গল কর্তাদের।


লাল হলুদ শিবিরের কর্তাদের দাবি, সেই বৈঠকে পুলিশের তরফে জানানো হয়েছে আইনশৃঙ্খলা জনিত কারণে ১০ মার্চ ডার্বির জন্য পুলিশ দেওয়া সম্ভব নয়। বিশ্বস্ত সূত্রের খবর, ডার্বি (ISL Derby) সরতে পারে পড়শি রাজ্য ওড়িশায়। ভুবনেশ্বরে হতে পারে ম্যাচটি।


আগামী ১০ মার্চ রবিবার আইএসএলের ফিরতি ডার্বিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল। বড় ম্যাচকে ঘিরে যে উন্মাদনা তু্ঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। ফুটবলপ্রেমী মানুষরা এই দিনটিতে দুই ভাবে বিভক্ত হয়ে যান। এক দল মোহনবাগানকে সমর্থন করেন। আবার কেউ ইস্টবেঙ্গলকে। ফলে এই ম্যাচকে ঘিরে উন্মাদনা থাকবে তা বলার অপেক্ষা রাখে না।


আগামী ১০ মার্চ, রবিবার আইএসএলের ফিরতি ডার্বিতে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ইস্টবেঙ্গল এফসি। বড় ম্যাচকে ঘিরে যে উন্মাদনা তু্ঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। বাংলার ফুটবলপ্রেমী মানুষ এই দিনটিতে দুই শিবিরে বিভক্ত হয়ে যান। এক দল মোহনবাগানকে সমর্থন করেন। অন্য দল ইস্টবেঙ্গলকে। ফলে এই ম্যাচকে ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।


কিন্তু কেন যুবভারতী স্টেডিয়ামে ডার্বি নিয়ে জটিলতা? ১০ মার্চ ব্রিগেড সমাবেশ রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেসের। ফলে সেই সমাবেশে অংশ নিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের কর্মী সমর্থকরা আসবেন। সেদিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রায় লক্ষ সমর্থকের আসার সম্ভাবনা রয়েছে। লোকসভা ভোটের আগে তৃণমূলের এটাই বড় সমাবেশ হতে চলেছে। একদিকে যখন ব্রিগেডে তৃণমূলের সমাবেশ, সেদিনই আবার রয়েছে বড় ম্যাচ। ফলে পুলিশি নিরাপত্তা নিয়ে একটা বড় প্রশ্ন উঠেছিলই। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হল। যাঁরা সেদিন মাঠে গিয়ে ডার্বি উপভোগ করার পরিকল্পনা করছিলেন, কলকাতা থেকে ম্যাচ সরলে তাঁরা হতাশ হতে পারেন।


আরও পড়ুন: অভিযোগ জমা পড়েছিল আগেই, কালি ছেটানোর চেষ্টা! গড়াপেটা কাণ্ডে পাল্টা বিস্ফোরণে তোলপাড়


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে