কলকাতা: চোখেমুখে কিছুটা যেন ক্লান্তিমাখা। আইপিএল নিয়ে টানাপড়েন। বুধবার দুবাই থেকে ফিরেছেন। আইপিএলে আয়োজনের ব্যাপারে একের পর এক জরুরি বৈঠকে ব্যস্ত ছিলেন। রবিবারই আবার মুম্বই পাড়ি দিলেন। বোর্ডের বৈঠকে যোগ দিতে। প্রবল ব্যস্ততার মধ্যেও একটা প্রসঙ্গ উঠতেই চোখ চিকচিক করে উঠল সৌরভ গঙ্গোপাধ্যায়ের।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১৮ জুন থেকে সাউদাম্পটনে যে ম্যাচে মুখোমুখি বিরাট কোহলির ভারত ও কেন উইলিয়ামসনের নিউজ়িল্যান্ড। সেই ম্যাচের আগে ভারতীয় শিবিরে নানা প্রশ্ন। ওপেন করবেন কে? শুভমন গিল-রোহিত শর্মা? নাকি ময়ঙ্ক অগ্রবালকে সুযোগ দেওয়া হবে? দুরন্ত ছন্দে থাকা পেসার মহম্মদ সিরাজ কি থাকবেন প্রথম একাদশে?
বেহালার বীরেন রায় রোডের বাড়ির লনে দাঁড়িয়ে প্রশ্ন শুনে হাসলেন সৌরভ। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তারপর বললেন, 'এগুলো সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। ওরাই ঠিক করবে কাকে খেলাবে। ভারতীয় দল খুব ভাল। দারুণ ক্রিকেট খেলছে।'
রবিবার সৌরভের উদ্যোগে বেহালার কিছু দুঃস্থ মানুষকে নিখরচায় করোনার ভ্যাকসিন দেওয়া হল। সেই সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শিবিরে এসে করোনার টিকা নিলেন বেশ কিছু সাধারণ মানুষ। যাঁরা বিভিন্ন কারণে আগে ভ্যাকসিন নিতে পারেননি। সৌরভের বাড়ির পাশেই তাঁর অফিস। সেখানকারই একটি ফ্লোর ভাড়া নিয়ে ভ্যাকসিনেশন শিবির হয়। সৌরভ নিজে গিয়ে শিবিরের তদারকি করেন। তার মাঝেই আবার জরুরি কাজে ঘণ্টাখানেকের জন্য বেরতে হয়েছিল। ফিরে এসে অবশ্য আর টিকাকরণ শিবিরে যাননি। সোজা বাড়ি ঢুকে যান। তাঁর নিজের কো মর্বিডিটি থাকায় ভীড় যতটা সম্ভব এড়িয়ে চলছেন। তবে বোর্ডের কিছু জরুরি কাজ থাকায় রবিবার রাতেই মুম্বই গেলেন সৌরভ।
ব্যস্ততার ফাঁকেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে তাঁর অধীর আগ্রহ গোপন করছেন না। সৌরভ বলছেন, 'দারুণ ম্যাচ হবে। ভারত ও নিউজ়িল্যান্ড, দুটোই ভাল দল। নিউজ়িল্যান্ড তো শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট সিরিজ জিতে নিল।'
উইলিয়ামসন-ট্রেন্ট বোল্টরা ম্যাচের মধ্যে রয়েছেন। তবে সাউদাম্পটনে ফাইনালে নামার আগে বিরাট কোহলিরা কোনও প্র্যাক্টিস ম্যাচ খেলছেন না। তাতে সমস্যা হবে না? সৌরভ বলছেন, 'না না সমস্যা হবে না। বিরাটরা তো নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে।'
করোনা আবহে আইপিএল স্থগিত করে দিতে হয়েছিল। টুর্নামেন্টের বাকি থাকা অংশ মরুদেশে হবে বলে জানালেন সৌরভও। ভারতে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ তাণ্ডব চালিয়েছে। যার জেরে অনিশ্চিত হয়ে পড়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ। টুর্নামেন্ট ভারত থেকে সরিয়ে নেওয়া হবে কি না, তা নিয়ে চলছে জোর জল্পনা। সৌরভ অবশ্য আশাবাদী থাকছেন। আইসিসি-র কাছে ২৮ জুন পর্যন্ত সময় চেয়েছে ভারত। তারপরই জানিয়ে দেওয়া হবে সিদ্ধান্ত। সৌরভ অবশ্য বলছেন, 'করোনা পরিস্থিতির উন্নতি হলেই টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতেই হবে।'