সন্দীপ সরকার, কলকাতা: জাতীয় দলে সুযোগ পেয়েছেন। আর সুযোগ পেয়েই নজর কেড়ে নিয়েছেন শাহবাজ আমেদ (Shahbaz Ahmed)। বাংলার অলরাউন্ডারকে নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই। বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের দলেও জায়গা করে নিয়েছেন শাহবাজ। আগামী বছর দেশের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ (ICC ODI World Cup)। সেই দলে কি সুযোগ পাবেন বাংলার ক্রিকেটার?


আশাবাদী সাবা করিম (Saba Karim)। জাতীয় দলের প্রাক্তন উইকেটকিপার তথা প্রাক্তন জাতীয় নির্বাচকের মতে, ওয়ান ডে বিশ্বকাপে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন শাহবাজ। ভারত-বাংলাদেশ ওয়ান ডে ও টেস্ট সিরিজ সম্প্রচারিত হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। বিশেষজ্ঞ হিসাবে ধারাভাষ্যকারের কাজ করবেন সাবা। তার আগে এবিপি লাইভকে প্রাক্তন উইকেটকিপার বললেন, 'বিশ্বকাপের দলে সুযোগ পেতেই পারে শাহবাজ। অলরাউন্ডার হিসাবে হার্দিক পাণ্ড্য থাকবেই। তবে হার্দিক পেসার অলরাউন্ডার। সেখানে শাহবাজ ব্যাটিং অলরাউন্ডার। শাহবাজ যেটুকু সুযোগ পেয়েছে, পারফর্ম করছে। আইপিএলেও যখনই যখনই সুযোগ পেয়েছে, নজর কেড়ে নিয়েছে। আমার মনে হয় উপমহাদেশের পরিবেশে কার্যকরী ভূমিকা নিতে পারে শাহবাজ। ভারতের বিশ্বকাপের দলে শাহবাজকে দেখলে ভাল লাগবে। অবাক হব না।'


 




প্রশ্ন উঠছে ঋষভ পন্থকে নিয়েও। পন্থের প্রতিভার প্রশংসা শোনা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো কিংবদন্তিদের মুখে। পন্থ ম্যাচ উইনার। একার হাতে যে কোনও ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। কিন্তু তাঁর ধারাবাহিকতা বারবার প্রশ্নের মুখে পড়েছে। সাবা করিমের মতে, ধারাবাহিকভাবে রান করতে হবে পন্থকে।


আরও পড়ুন: পেনাল্টি রুখে দিলেও মেসির কাছে বাজি হারলেন পোল্যান্ডের গোলকিপার


সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ পাওয়ার দাবিদার সঞ্জু স্যামসন। ঈশাণ কিষাণ জাতীয় দলে রয়েছেন। তিনিও উইকেটকিপার ব্যাটার। সাবা করিম বলছেন, 'পন্থকে বুঝতে হবে দল ওর ওপর ভরসা করে। ধারাবাহিকভাবে রান করতে হবে। একটা ম্যাচ জেতালে হবে না। নিয়মিতভাবে রান করতে হবে।'


আরও পড়ুন: ফের অঘটন, ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শেষ করল তিউনিশিয়া