কলকাতা: সিরিজ শুরুর আগে আচমকাই দুই শিবিরের মধ্যে উত্তেজনা ছড়িয়ে দিয়েছিলেন অর্জুন রণতুঙ্গা। শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক চাঁচাছোলা ভাষায় জানিয়েছিলেন, দ্বীপরাষ্ট্রে সীমিত ওভারের সিরিজ খেলতে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে ভারত। তিনি এ-ও বলেছিলেন যে, ভারতের এইরকম দলের বিরুদ্ধে খেলতে রাজি হওয়া শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষে অপমানজনক।
শিখর ধবনের নেতৃত্বে ভারতের সেই 'দ্বিতীয় সারির দল' রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে শুধু ৭ উইকেটে দুরমুশই করল না, ৮০ বল অর্থাৎ, ১৩.২ ওভার বাকি থাকতে ম্য়াচ জিতে নিল।
এই একপেশে জয় কি রণতুঙ্গাকে জবাব? ম্য়াচ শেষ হওয়ার পর জুম কলে এবিপি লাইভের প্রশ্ন শুনে হাসলেন কুলদীপ যাদব। যিনি এই ম্যাচে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটালেন। কলম্বো থেকে বললেন, 'আমাদের লক্ষ্য শুধু নিজেদের ওপরই রয়েছে। নিজেদের প্রস্তুতিতে জোর দিয়েছিলাম। দলের প্রত্যেকে একে অপরের পাশে রয়েছে। ভাল পারফরম্যান্স করাই আমাদের লক্ষ্য। কে কী বলল তাতে কিছু যায় আসে না। ওসব নিয়ে ভাবিও না।'
প্রায় চার মাস পরে জাতীয় দলের জার্সিতে ফিরলেন কুলদীপ। শেষবার ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন ১৬ মার্চ। ইংল্যান্ডের বিরুদ্ধে, পুণেতে। যে ওয়ান ডে ম্যাচ হয়তো দ্রুত ভুলতে চাইবেন চায়নাম্যান স্পিনার। সেই ম্যাচে বিধ্বংসী ব্যাটিং করে বেন স্টোকসরা তাঁর দশ ওভারে ৮৪ রান নিয়েছিলেন। সেই ম্যাচে কোনও উইকেটও পাননি কুলদীপ। তারপর জাতীয় দল থেকে বাদ পড়েন। এমনকী, যে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলে তাঁর খ্যাতির শিখরে উত্থান, সেই দলেও প্রথম একাদশে জায়গা হারান বরুণ চক্রবর্তীর কাছে।
রবিবার অবশ্য প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখলেন কুলদীপ। ৯ ওভারে একটি মেডেন-সহ ৪৮ রান খরচ করে তুলে নিলেন দুই উইকেট। দুই উইকেটই আবার এক ওভারে। মাত্র ৩ বলের ব্যবধানে ফেরালেন দুই সেট ব্যাটসম্যান ভানুকা রাজাপক্ষে ও মিনোদ ভানুকা-কে। সেই ধাক্কা আর কাটিয়ে উঠতে পারেনি শ্রীলঙ্কা। কুলদীপ বললেন, 'কঠিন সময়ে অনেকেই পরামর্শ দিতে আসে। তবে সকলের কথা শুনতে নেই। তাতে বিষয়টি আরও জটিল হয়ে যায়।'
দীর্ঘদিন পর মাঠে ফিরল বিখ্যাত কুল-চা জুটিও। কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহাল। কুলদীপ বললেন, 'আমরা দুজনে দুজনকে খুব ভাল বুঝি। ফিল্ডিং সাজানো থেকে শুরু করে স্ট্র্যাটেজি তৈরি, সবই করি একসঙ্গে। ফের জাতীয় দলের হয়ে একসঙ্গে খেলতে পেরে ভাল লাগছে।'