কলকাতা: মহেন্দ্র সিংহ ধোনির জীবন হোক বা তাঁর ক্রিকেটীয় কেরিয়ার, অবিচ্ছেদ্য অঙ্গ ছিলেন তিনি। ২২ গজে মাহির রূপকথার সফরের সঙ্গে মাঠের বাইরে থেকে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে ৬৪ বছরের এই মানুষটি। নিজে হাতে তিলে তিলে গড়েছেন কিংবদন্তী মহেন্দ্র সিংহ ধোনি তৈরি করার পথ। ছোটবেলায় তাঁর অনুপ্রেরণাতেই ২২ গজে ব্যাটে-বলে হাতেখড়ি মাহির। এরপর ঘরোয়া ক্রিকেটের সিঁড়ি বেয়ে আন্তর্জাতিক ক্রিকেটের খ্যাতির শিখর। ধোনির কেরিয়ারের যাবতীয় ওঠাপড়ায় তাঁর পাশে থেকেছেন কেশব বন্দ্যোপাধ্যায়। এবার প্রিয় ছাত্র জাতীয় দলের মেন্টরের দায়িত্বে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় শিবিরের মেন্টরের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে। প্রিয় ছাত্র ও তাঁর নতুন দায়িত্ব, নানা জানা-অজানা গল্প, রাঁচি থেকে এবিপি লাইভকে ফোনে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ভাগ করে নিলেন কেশব বন্দ্যোপাধ্যায়। 


জাতীয় দলের মেন্টর ধোনি


কেশব: আমার মনে হয় বিসিসিআই দারুণ একটা পদক্ষেপ নিয়েছে। ধোনিকে মেন্টর হিসেবে কাছে পাওয়াটা ক্রিকেটারদের জন্য ভীষণ ভাল ব্যাপার হবে। আগে মাঠে থেকে দলের জুনিয়রদের পরামর্শ দিতেন। এবার মাঠের বাইরে থেকে আরও ভালভাবে আমার মনে হয় দলের প্লেয়ারদের সামলাতে পারবে ওঁ। ওঁর ওপরে শাস্ত্রী রয়েছে। আরও অনেক সাপোর্ট স্টাফরা রয়েছেন। তাই ওঁর দায়িত্বটা একটু চ্যালেঞ্জিং হতে পারে। কিন্তু আমার মনে হয় মাঠের চ্যালেঞ্জ যেভাবে সামলেছে ওঁ, ঠিক সেভাবেই এই চ্যালেঞ্জটাও সামলে নিতে পারবে ধোনি।


মহেন্দ্র যুগের প্রত্যাবর্তন


কেশব: ধোনি অধিনায়ক হিসেবে দলকে অনেক সাফল্য এনে দিয়েছে। অধিনায়কত্ব ছাড়ার পরও ওঁ টিমকে আগলে রাখত। বোর্ড নিশ্চয় একদম সঠিক ব্যক্তি হিসেবেই বেছে নিয়েছে ধোনিকে। আমার মনে হয় ধোনির মেন্টরশিপের সঙ্গে সঙ্গে বোর্ড যদি রাহুল দ্রাবিড়কে কোচের দায়িত্ব দেয়, তবে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ একদম উজ্জ্বল।


সৌরভের সভাপতিত্বেই মেন্টরের দায়িত্ব


কেশব: বারবার এমনটা শুনেছি যে সৌরভের সঙ্গে ওঁর নাকি কোনও ঝামেলা ছিল। কিন্তু এটা পুরোটাই ভুল খবর। কোনওদিনই কোনও সমস্যা ২ জনের মধ্যে ছিল না। ব্যক্তিগত আক্রোশের খবরও মিডিয়ার তৈরি করা। ঝাড়খণ্ডের হয়ে ধোনি যখন কলকাতায় গিয়ে সেঞ্চুরি করেছিল, তখন সৌরভই বলেছিল যে ধোনি লম্বা রেসের ঘোড়া। সৌরভ নিজে বিচক্ষণ ব্যক্তি। ওঁ জানে ভারতীয় ক্রিকেটের ভালর জন্য কোন মানুষকে কোন দায়িত্ব দেওয়া উচিত। তাই ধোনিকে বেছে নেওয়া হয়েছে হয়ত। 


কোচ ধোনির সম্ভাবনা


কেশব: আমি নিজে এখনই চাইব না যে ধোনি কোচের দায়িত্ব নিক। প্রতিটা বিষয়ই ধাপে ধাপে হওয়া ভাল। এখন জাতীয় দলের সঙ্গে থেকে বাকিদের থেকে শিখুক, কারণ শেখার কোনও শেষ হয় না। তবে জাতীয় দলের সঙ্গে যতদিন ধোনি যুক্ত থাকবে, ভারতীয় ক্রিকেটের উন্নতি হবেই।