বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: বৃষ্টির জেরে বাড়ির দেওয়াল পড়ে মৃত্যু এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত পশ্চিম পাতরী গ্রামে। বেশকিছুদিন ধরেই টানা বৃষ্টিতে জেরবার বাসিন্দারা। অনবরত বৃষ্টি হওয়ার কারণে গতকাল রাতে মাটির বাড়ির দেওয়াল ভেঙ্গে পড়ে রাখাল হেমব্রম নামে বছর ৩৬-এর এক ব্যক্তির ওপর। রাখাল হেমব্রম বাড়িতে ঘুমোচ্ছিলেন সেই সময়ে আচমকা তাঁর ওপর বাড়ির দেওয়াল ভেঙে পড়ায় ঘটনাস্থলেই রাখালের মৃত্যু হয়। আজ সকালে দেহ উদ্ধার করে পরিবারের লোকেরা। এরপর পুলিশে খবর দেওয়া হয়। 


পাশাপাশি এই একই দিনে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থানার সরিষা গেড়িয়া গ্রামে প্রবল বৃষ্টির জেরে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল বছর ৫৮ অহল্যা সাঁই। আজ বিকেলে ঘটনাটি ঘটে। পরে গ্রামবাসীরা দেওয়াল সরিয়ে নারায়ণগড় থানার পুলিশের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করে ঢাকায় নিয়ে আসে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে মহিলা। আগামিকাল মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে।


অন্যদিকে নিম্নচাপে বেসামাল সমুদ্র উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকা। বহু জায়গা জলমগ্ন। ক্ষতিগ্রস্ত মাটির বাড়ি। চাষে বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। ত্রাণ ও পুনর্বাসনের আশ্বাস দিয়েছে প্রশাসন। মৌসুমি অক্ষরেখা কলকাতার ওপর থিতু হয়ে থাকায়, প্রবল বর্ষণে হাওড়াতেও বিস্তীর্ণ এলাকা জলমগ্ন।


উল্লেখ্য, হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপ দুর্বল। তবে আজও দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। বিকেলের পর আবহাওয়ার উন্নতি হবে। তুলনামূলকভাবে ভারী বৃষ্টি হবে উপকূলবর্তী জেলাগুলিতে। কাল থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্র-শনিবার ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে। ক্রমশ তা বাংলা-ওড়িশা উপকূলের দিকে এগোবে। এর প্রভাবে সপ্তাহান্তে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির ভ্রুকুটি। 


আরও পড়ুন: WB Corona Cases: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ, একদিনে নতুন করে আক্রান্ত ৭৪৩ জন