কলকাতা: একদিকে বোর্ড সচিব জয় শাহর আমদাবাদ এবং সেখানকার নবনির্মিত মোতেরা স্টেডিয়াম। যে স্টেডিয়ামকে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম বলা হচ্ছে। অন্যদিকে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ও তাঁর রাজ্য সংস্থার মাঠ ইডেন গার্ডেন্স (Eden Gardens)। ঐতিহ্যে যা বিশ্বের সেরা মাঠগুলির অন্যতম।


শেষ পর্যন্ত লড়াইয়ে জিতল ভারতীয় ক্রিকেটের মক্কা বলে পরিচিত ইডেনই। বোর্ডের বৈঠকে রীতিমতো তর্ক করে ভারত-ওয়েস্ট ইন্ডিজের (Ind vs WI) আসন্ন দুই সিরিজের তিন ম্যাচ ইডেনে আয়োজনের ব্যাপারে সিলমোহর পাওয়া গেল। আগামী ফেব্রুয়ারিতেই শহরে বসতে চলেছে ক্রিকেটের বিরাট আসর।


ভারতীয় দল (Team India) এখন দক্ষিণ আফ্রিকায়। টেস্ট সিরিজের পর প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলছে টিম ইন্ডিয়া। ওয়ান ডে সিরিজ খেলার পরই দেশের মাটিতে পরীক্ষা দিতে হবে মেন ইন ব্লু-কে। ভারত সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। ভারতের বিরুদ্ধে ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবেন ক্যারিবিয়ানরা। প্রথমে হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। তারপর হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। প্রথমে কথা ছিল ওয়ান ডে সিরিজের ম্যাচগুলি হবে যথাক্রমে আমদাবাদ, জয়পুর ও কলকাতায়। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে কটক, বিশাখাপত্তনম ও তিরুঅনন্তপুরমে।


কিন্তু পরিস্থিতি নাটকীয় ভাবে বদলে দেয় করোনার তৃতীয় ঢেউ। যার জেরে এক সময় সিরিজের ভবিষ্যতই অনিশ্চিত হয়ে পড়েছিল। পরে ঠিক হয়, সিরিজ হবে। কিন্তু মাঠের সংখ্যা কমিয়ে। ভারত ও ওয়েস্ট ইন্ডিজ, দুই দলই চায় না করোনার বাড়াবাড়ির মধ্যে একাধিক শহরে ঘুরে ঘুরে খেলতে। তাই ভেন্যুর সংখ্যা কমানো হবে। সূচি চূড়ান্ত করতে বুধবার বৈঠকে বসেছিল বোর্ডের ট্যুর অ্যান্ড ফিক্সচার কমিটি।


বুধবার সন্ধ্যার সেই বৈঠকে রীতিমতো ঝড় ওঠে। কারণ, বলা হয়, ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে ও টি-টোয়েন্টি সিরিজের সব ম্যাচই আয়োজিত হোক আমদাবাদে। যে মাঠ আবার বোর্ড সচিব জয় শাহর নিজের রাজ্য সংস্থারও বটে। তবে সেই প্রস্তাবে রাজি হননি ট্যুর অ্যান্ড ফিক্সচার কমিটির অন্যতম সদস্য প্রবীর চক্রবর্তী। ভার্চুয়াল বৈঠকে রীতিমতো ঝড় ওঠে। একটি মাঠে নয়, বরং অন্তত দুটি কেন্দ্রে ভারত-ওয়েস্ট সিরিজের ম্যাচ আয়োজনের জোরাল দাবি জানান প্রবীর। বৈঠকে যোগ দিয়েছিলেন সৌরভ ও জয় শাহই। ছিলেন বোর্ডের চিফ এগজিকিউটিভ অফিসার।


করোনার ধাক্কায় বদলে গেল রোহিত-কোহলি বনাম পোলার্ডদের সিরিজের সূচি


প্রবীরের জোরাল দাবি ফেরাতে পারেননি কেউই। শেষ পর্যন্ত ঠিক হয়, ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ৬টি ম্যাচ দুটি মাঠে আয়োজিত হবে। তিনটি ম্যাচ হবে আমদাবাদে। তিনটি কলকাতায়। তবে কোথায় কোন সিরিজ হবে, তা চূড়ান্ত হয়নি। বোর্ড সেই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।


পাশাপাশি কোভিড পরিস্থিতিতে মাঠে দর্শকদের প্রবেশাধিকার থাকবে, নাকি ফাঁকা মাঠে খেলা হবে, তাও চূড়ান্ত নয়। সংশ্লিষ্ট রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলে তা চূড়ান্ত করা হবে।


সিএবি কর্তারা আপাতত স্বস্তিতে। কারণ, রোহিত শর্মা, বিরাট কোহলিদের একটি নয়, ধুন্ধুমার ক্রিকেট লড়াইয়ের রীতিমতো হ্যাটট্রিক হয়ে যাবে ক্রিকেটের নন্দনকাননে। ইডেন গার্ডেন্স প্রস্তুতি শুরু করে দিল বলে...