সন্দীপ সরকার, কলকাতা: তাঁরা দুজনই একইরকম বিপাকে পড়েছিলেন। স্ট্রেস ফ্র্যাকচার। যাতে কাবু হয়ে ক্রিকেট কেরিয়ারই অনিশ্চিত হয়ে পড়েছিল দুই তারকার।


তবে অস্ত্রোপচারের পর সেরে উঠেছেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah) ও প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। দুজনই জাতীয় দলে (Team India) প্রত্যাবর্তন ঘটাচ্ছে। আয়ার্ল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। আইরিশদের বিরুদ্ধে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। সেই সফরের জন্য নির্বাচিত ভারতীয় দলের অধিনায়ক করা হয়েছে বুমরাকে। দলে সুযোগ পেয়েছেন প্রসিদ্ধও। আপাতত জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরার অপেক্ষায় ছটফট করছেন দুই ফাস্টবোলারই।ট


কিন্তু বুমরা কি সম্পূর্ণ সেরে উঠেছেন? বোর্ডের মেডিক্যাল টিম ফিট ঘোষণা করার পরও ভারতীয় ক্রিকেটপ্রেমীরা অনেকেই আশঙ্কায়। কারণ, এর আগেও ফিট ঘোষণা করে মাঠে ফেরানোর চেষ্টা করা হয়েছে আমদাবাদের ডানহাতি পেসারকে। কিন্তু তাতে হিতে বিপরীত হয়েছিল। চোট বেড়ে গিয়েছিল বুমরার। ষোড়শ আইপিএল খেলতেই পারেননি বুমরা। একটা সময় তাঁকে বিশ্বকাপে পাওয়া যাবে কি না, তা নিয়েও জোর ধন্দ তৈরি হয়েছিল।


তবে বুমরাকে নিয়ে আশ্বস্ত করছেন প্রসিদ্ধ। কর্নাটকের পেসার বুমরার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ফেরার লড়াই চালিয়েছেন। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে একসঙ্গে দুই পেসারের রিহ্যাব হয়েছে বোর্ডের বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে। তাই অন্য অনেকের চেয়ে বুমরার প্রত্যাবর্তনের পথ অনেক ভাল করে দেখেছেন প্রসিদ্ধ।


বুমরা কি সেই আগের মতোই বল হাতে বিপজ্জনক? তাঁর হাত থেকে কি এখনও অভ্রান্ত নিশানায় দৌড়ে যায় ইয়র্কার? তাঁর বিষাক্ত ইয়র্কার কি এখনও ব্যাটারদের মনে আতঙ্ক তৈরি করে? বলের গতি কি একইরকম আছে?


এবিপি লাইভের সঙ্গে মোবাইল ফোনে একান্ত আলাপচারিতার সময় প্রসিদ্ধকে একাধিক প্রশ্নবাণে জর্জরিত হতে হল। কর্নাটকের পেসার অবশ্য এমন কথা শোনালেন, যা জেনে উৎসাহিত হবেন ভারতীয় ক্রিকেটের অনুরাগীরা।


প্রসিদ্ধ বললেন, 'সত্যি বলতে কী, যশপ্রীতকে নিয়ে আমার কিছু বলা মানায় না। ও জাতীয় দলের হয়ে কী করেছে, সকলে জানে। দেশের সেরা পেসার। বল হাতে ওর দক্ষতা গোটা বিশ্বের কাছে পরিচিত।' একটু থেমে বললেন, 'বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে দুজনে একসঙ্গে রিহ্যাব করেছি। দারুণ কিছু মুহূর্ত কাটিয়েছি। ওর সঙ্গে নেটে বল করেছি। নিজে দেখেছি, ও সেরা ছন্দে বল করছে। আগের মতোই গতি। নিখুঁত ইয়র্কার। অস্ত্রোপচারের পরেও ধার এতটুকু কমেনি। মাঠে আগের বুমরাই ফিরবে।'


প্রতিপক্ষ ব্যাটাররা শুনছেন কি?


আরও পড়ুন: ABP Exclusive: আগের চেয়েও শক্তিশালী, সেরা ছন্দে বল করছি, ১ বছর পর ভারতীয় দলে ফিরে ফুটছেন প্রসিদ্ধ









https://t.me/abpanandaofficial